শিরোনাম
◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা

প্রকাশিত : ১৩ জুন, ২০১৯, ০৮:১০ সকাল
আপডেট : ১৩ জুন, ২০১৯, ০৮:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফের ম্যাককালামের প্রেডিকশন ভুল প্রমাণ করলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : ক’দিন আগে বিশ্বকাপ নিয়ে সাবেক নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের এক প্রেডিকশন নিয়ে ক্রিকেটবিশ্বে তুমুল সমালোচনা হয়। প্রথমেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অসাধারণ বিজয়ে ভুল প্রমাণিত হয় সাবেক এ কিউই অধিনায়কের বিশ্বকাপ প্রেডিকশন। এবার পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়া জিতে আবারো ম্যাককালামের প্রেডিকশনটি ভুল প্রমাণ করে।

প্রেডিকশন করে ম্যাককালাম শুরুতেই আলোচনায় এসেছিলেন বাংলাদেশের মাধ্যমে। বিশ্বকাপে কে কয়টি ও কার বিপক্ষে জিতবে এমন ভবিষৎবাণী করে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন ম্যাককালাম। সেখানে দেখা যায় মাত্র একটি ম্যাচ জিতবে বাংলাদেশ সেটিও শ্রীলঙ্কার বিপক্ষে। তারপরেই আলোচনায় এসেছিলেন শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজকে দিয়ে। তার ভবিষৎবাণী অনুযায়ী শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ, দুই দলই জয় পাবে দুই দলের বিপক্ষে। এইদিকে নিজের প্রথম ভবিষৎবাণী ভুল হয় যখন বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে হারায়। তারপর থেকেই বেশ সমলোচিত ছিলেন ম্যাককালাম।

শ্রীলঙ্কার বিপক্ষে যে ভবিষৎবাণী করেছিলেন সেই ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়। এবার আরও একবার ভুল প্রমাণিত হলেন ম্যাককালাম। সেই ভবিষৎবাণীতে তিনি উল্লেখ করেছিলেন অস্ট্রেলিয়াকে হারাবে পাকিস্তান। তবে আজ টন্টন্টে উল্টো চিত্র দেখা গেলো। ম্যাককালাম ভুল প্রমাণিত করে পাকিস্তানকে হারিয়েছে অস্ট্রেলিয়া। একটা সময় মনে হচ্ছিলো ম্যাককালামের ভবিষৎবাণীই সঠিক হতে যাচ্ছিল। তবে সেটিকে ভুল প্রমাণ করে অস্ট্রেলিয়া। স্টার্কের বোলিং জাদুতে অস্ট্রেলিয়াকে জয় এনে দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়