শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১৩ জুন, ২০১৯, ০৭:২৫ সকাল
আপডেট : ১৩ জুন, ২০১৯, ০৭:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গবেষণা বলছে, পেন্টাগন একাই পর্তুগালের চেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করে

আব্দুর রাজ্জাক : যুক্তরাষ্ট্র সামরিক কার্যক্রমের মাধ্যমে অন্যান্য শিল্পোন্নত দেশগুলোর তুলনায় অনেক বেশি উষ্ণতা সৃষ্টিকারী গ্যাস নির্গমন করে বলে গবেষকরা বুধবার জানান। এবং দেশটির সামরিক সদর দফতর পেন্টাগন একাই পর্তুগাল ও সুইডেনের চেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করে। গার্ডিয়ান, রয়টার্স

পৃথিবীর উষ্ণায়ন নিয়ে বুধবার ব্যাপক ভিত্তিক প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি। এ বিষয়ে সামষ্টিক গবেষণা প্রতিবেদনে দেখা যায়, ২০১৭ সালে পেন্টাগন ৫ কোটি ৯০ লাখ মেট্রিকটন কার্বনডাই-অক্সাইড ও অন্যান্য গ্রিনহাউজ গ্যাস নির্গমন করে। যা ছোট ছোট দেশের তুলনায় অনেক বেশি।

বোস্টন ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানী এবং ওই গষেণার অংশীদার নেটা ক্রাওফর্ড বলেন, পেন্টাগন যদি কোনো দেশ হতো তবে এটি কার্বন নিঃসরণকারী দেশের তালিকায় ৫৫ নম্বরে স্থান পেতো। এই দফতরে বহু কক্ষ রয়েছে যেখান থেকে প্রচুর পরিমাণে কার্বন নির্গমন হয় এবং এর ৭০ ভাগের জন্য দায়ী ডিজেল ও বিমানের জন্য ব্যবহৃত জ্বালানি।

উল্লেখ্য, বিশ্বব্যাপী কার্বন নিঃসরণ নিয়ে তৈরি ‘গ্লোবাল কার্বন অ্যাটলাস’ এর তালিকায় শীর্ষে রয়েছে চীন। সুইডেন ও পর্তুগাল রয়েছে যথাক্রমে ৬৫ ও ৫৭ নম্বরে। তবে পেন্টাগন এ প্রতিবেদনে কোনো মন্তব্য করেনি। সম্পাদনা : রাশিদ রিয়াজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়