শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৩ জুন, ২০১৯, ০৭:০১ সকাল
আপডেট : ১৩ জুন, ২০১৯, ০৭:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লেবার পার্টির চুক্তিবিহীন ব্রেক্সিট ঠেকানোর ভোট পরিকল্পনা নাকচ টোরিদের

সান্দ্রা নন্দিনী : ব্রিটিশ হাউজ অব কমন্সে বুধবার ৩০৯-২৯৮ ভোটে হেরে যায় ২৫ জুন পার্লামেন্টের নিয়ন্ত্রণ নিয়ে চুক্তিবিহীন ব্রেক্সিটের সম্ভাবনা নস্যাৎ করার পরিকল্পনাকারী লেবার পার্টি। বুধবারের ভোটে জিতে গেলে, ২৫ জুন এমপি’রা একটি আইন পেশ করে এরমাধ্যমে ৩১ অক্টোবর চুক্তিবিহীন ব্রেক্সিট এড়াতে সক্ষম হতেন লেবার এমপি’রা। এই ফলাফলে টোরি এমপি’দের উল্লাস করতে দেখা যায়। এর জবাবে লেবার নেতা জেরেমি করবিন চিৎকার করে বলেন, ‘এই উল্লাস সেপ্টেম্বরে আর থাকবে না।’ বিবিসি

১০ জন ইউরোপ-ঘেঁষা টোরি এমপি সরকারের বিরুদ্ধে লেবার পার্টির প্রচেষ্টার পক্ষে সমর্থন দেওয়ার অভিযোগ আনেন। আবার, ৮ লেবার এমপি দলের বিরোধিতা করে চুক্তিবিহীন ব্রেক্সিটের পক্ষে ভোট দেন। চুক্তিবিহীন ব্রেক্সিট বলতে বোঝা যায়, ইইউ থেকে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনও চুক্তি না করেই ‘বিচ্ছেদ প্রক্রিয়া’ সম্পন্ন করা।

বিরোধী লেবার পার্টির পক্ষ থেকে বলা হয়, ‘কমন্সের হার অত্যন্ত হতাশাজনক। তবে, আশার কথা হলো কমন্সের সংখ্যাগরিষ্ঠ অংশই চুক্তিবিহীন ব্রেক্সিটের বিপক্ষে। তাই এই লড়াইয়ে জেতার বিষয়ে আমরা এখনও আশাবাদী।’

ব্রেক্সিট বিষয়ক ছায়ামন্ত্রী স্যার কির স্টারমার বলেন, ‘আরেকটি নতুন কোনও পদ্ধতি অবলম্বন করা হবে। আমার ইতোমধ্যেই অন্যান্য আর কী কী বিকল্প হতে পারে সেগুলো নিয়ে পর্যালোচনা শুরু করেছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়