শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৩ জুন, ২০১৯, ০৬:০৮ সকাল
আপডেট : ১৩ জুন, ২০১৯, ০৬:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিবের সামর্থ্য আছে একাই ম্যাচ জিতিয়ে দেয়ার : সুজন

স্পোর্টস ডেস্ক : গত মঙ্গলবার বৃষ্টির কারণে ব্রিস্টলে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারেনি বাংলাদেশ। এর আগের তিন ম্যাচের মধ্যে একটিতে জয় পেয়েছে আর বাকি দুইটিতে হেরেছে। চলমান বিশ্বকাপ হচ্ছে রবিন লিগ পদ্ধতিতে। তাই অংশ নেওয়া দল ৯টি করে ম্যাচ খেলতে পারবে। সেই হিসেবে বাংলাদেশের আছে আর মাত্র পাঁচটি ম্যাচ। সেমিফাইনালে খেলতে হলে সবকটি জিততে হবে টাইগারদের।

আগামী ১৭ জুন টনটনে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু সেই ম্যাচ জিতা মোটেও সহজ হওয়ার কথা নয়, যখন প্রতিপক্ষ দলে থাকেন ক্রিস গেইল, আন্দ্রে রাসেলদের মতো বিধ্বংসী ব্যাটসম্যানরা। যাদের একজন জ্বলে উঠলেই হয়ে উঠতে পারেন ম্যাচ উইনার। টনটনে এমন ম্যাচের আগে বাংলাদেশ দলে খেলোয়াড়দের নিয়ে দারুণ আত্মবিশ্বাসী খালেদ মাহমুদ সুজন।

সংবাদমাধ্যমকে তিনি বললেন, ‘শুধু উইন্ডিজ না, যেকোনো দলই আমাদের জন্য কঠিন। আমাদের সক্ষমতা আছে। সাকিবের সামর্থ্য আছে একাই ম্যাচ জিতিয়ে দেয়ার। তামিম, মুশফিক আছে, তারাও সেটি পারে।’

বিশ্বকাপের সেমিফাইনালে যেতে হলে এক এক করে ভাঙতে হবে বড় বড় সিঁড়ি। সেখানে প্রতিটি ধাপই যে কঠিন হবে সেটিও মনে করিয়ে দিলেন সুজন। তার মতে, ‘কঠিন প্রতিপক্ষকে হারিয়েই আমাদের সামনে যেতে হবে। যদি সেরা চারে উঠতে চাই। আমরা সেভাবেই পরিকল্পনা করব, যেভাবে জেতা যায়। বাংলাদেশ দলকে উপরের দিকে যেতে হল কঠিন পথ পেরিয়েই যেতে হবে।’

টনটনের ছোট মাঠ বড় শট খেলতে অভ্যস্ত ক্যারিবীয়দের জন্য সহায়ক হবে। তবে বাংলাদেশ দলকে নিয়ে আশাবাদের জায়গায় অবিচল সুুজন, ‘বাংলাদেশ দলের এই প্রথম টনটনে আসা। ছোট মাঠ। তারপরও আমরা আশাবাদী। আমরা ভালো ক্রিকেট খেলছি। ইংল্যান্ডের সাথে ম্যাচটা খুব একটা ভালো করতে পারিনি। তার আগে দক্ষিণ আফ্রিকার সঙ্গে আমরা জিতলাম, নিউজিল্যান্ডের সাথে ক্লোজ ম্যাচে হেরে গেছি। দল ভালো খেলছে। আশা করি আমরা ভালো করব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়