শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মুজিবনগর দিবস বাঙালির শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৩ জুন, ২০১৯, ১০:০৬ দুপুর
আপডেট : ১৩ জুন, ২০১৯, ১০:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বব্যাংক বলেছে, বাংলাদেশ এখন সবচেয়ে বেশি বর্ধনশীল অর্থনীতির ৫ দেশের অন্যতম

সালেহ বিপ্লব : বালোদেশ এখন বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতির পাঁচটি দেশের অন্যতম। সাম্প্রতিক এক রিপোর্টে এ তথ্য জানিয়েছে বিশ্বব্যাংক। বেশ কিছু কারণে বাংলাদেশের এ অভাবনীয় উন্নতি সম্ভব হয়েছে।

বিশ্বব্যাংকের সিনিয়র ইকনোমিস্ট ড. জাহিদ হোসেন বলেছেন, এসব কারণের মধ্যে রয়েছে সুবিশাল অবকাঠামো নির্মাণ, রেমিট্যান্স ও ফসলের বাম্পার ফলন। বাংলাহেরাল্ডডটকম

বাংলাদেশের জিডিপি গ্রোথ এরই মধ্যে ৮.১৩ শতাংশ ছাড়িয়ে গেছে, এ কথা উল্লেখ করে বিশ্বব্যাংক বলেছে, শিল্প, কৃষি ও রপ্তানিখাতের অগ্রগতির কারণে এটি সম্ভব হয়েছে।

সেই সাথে চলমান অবকাঠামোগত ব্যাপক উন্নয়নের কথাও বলা হয়েছে প্রতিবেদনে। গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথম আট মাসে রেমিট্যান্স প্রবাহ ১০ শতাংশ বেড়েছে, যা অর্থনীতিকে খুব শক্তিশালী করে তুলেছে। অর্খনৈতিক কর্মকাণ্ডে চমৎকার এই সাফল্যের কারণে বাংলাদেশ দ্রুততম বর্ধনশীল অর্থনীতির পাঁচটি দেশের তালিকায় স্থান করে নিয়েছে। ইথিওপিয়া, রুয়ান্ডা, ভূটান ও ভারতের পরপরই অবস্থান করছে বাংলাদেশ। এই প্রতিবেদনের অন্যতম রচয়িতা বিশ্বব্যাংকের শীর্ষ অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে অসামান্য সাফল্য শহর ও গ্রামের কৃষি ও অকৃষি উৎপাদনের পরিমাণ বাড়িয়েছে। তিনি রপ্তানি খাতের অভূতপূর্ব অগ্রগতি ও রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির কথাও উল্লেখ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়