শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ১৩ জুন, ২০১৯, ০৪:১৫ সকাল
আপডেট : ১৩ জুন, ২০১৯, ০৪:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে আলোচনায় কোটা সংস্কার আন্দোলনের নেতারা

মুহাম্মদ ইলিয়াস হোসেন: কোটা সংস্কার আন্দোলনের প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল। ১২ জুন ২০১৯, বুধবার দুপুর ১টায় বাংলাদেশে সফররত ইইউ প্রতিনিধি দলটি তাদের কার্যালয়ে তরুণ ও ছাত্র সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন। মানসম্মত শিক্ষার পরিবেশ, ছাত্র আন্দোলন, গণতন্ত্র, মানবাধিকার রক্ষা, নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে তরুণ ও ছাত্র সমাজের ভূমিকা নিয়ে আলোচনা হয় উক্ত বৈঠকে।

জানা গেছে, বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের পর্যবেক্ষণে সম্প্রতি ঢাকায় এসেছে ইইউ প্রতিনিধি দলটি । একইসঙ্গে বাংলাদেশের তরুণ ও ছাত্রদের অধিকার সুরক্ষায় কাজ করছে এমন প্রতিনিধিদের সঙ্গে তারা আলাপ-আলোচনা করছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাদের আমন্ত্রণ জানায় ইইউ প্রতিনিধি দলটি।

উক্ত আমন্ত্রণে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সংগঠনটির পক্ষে সাক্ষাৎ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও সংগঠনটির যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর, আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁন ও বনী ইয়ামিন মোল্লা। এছাড়া ডাকসু নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্ধিতাকারী অরণি সেমন্তি খানও সেখানে উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁন বলেন, ‘মূলত তরুণ ও ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে আমাদের আমন্ত্রণ জানানো হয়। সাম্প্রতিক কৃষক আন্দোলন এবং ডাকসু নির্বাচন সম্পর্কে তারা আমাদের বক্তব্য শুনেছেন। তরুণ সমাজের প্রতিনিধি হিসেবে তারা আমাদের কর্মকাণ্ডের প্রশংসা করেছেন এবং পাশে থাকবেন বলে জানিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘ বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার উপযুক্ত পরিবেশ সৃষ্টি, সাম্প্রতিক বিভিন্ন ছাত্র আন্দোলন, গণতন্ত্র, মানবাধিকার রক্ষা, নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং নারীর ক্ষমতায়নে তরুণ সমাজের ভূমিকা নিয়ে প্রতিনিধি দলটির সাথে আমাদের আলোচনা হয়। আমাদের সামাজিক কর্মকাণ্ড সম্পর্কে অবগত রয়েছেন তারা ’

সংগঠনটির আহ্বায়ক হাসান আল মামুন বলেন, ‘দেশের বিশাল তরুণ ও ছাত্র সমাজের ভাবনা সম্পর্কে জানতে আজকের এই বৈঠকের আয়োজন করেছে তারা । তরুণ সমাজের সফল কোটা সংস্কার আন্দোলন সম্পর্কে তাদের কৌতূহল থাকায় আমাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারা। এছাড়া সম্প্রতি কৃষকদের ন্যায্য দাবির পক্ষে আমাদের কর্মসূচি নিয়েও জানার আগ্রহ ছিল তাদের। পাশাপাশি গণতন্ত্র, মানবাধিকার রক্ষা এবং নারীর ক্ষমতায়নে তরুণ সমাজের ভূমিকাও আলাপ-আলোচনায় উঠে এসেছে আজকের আলোচনায়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়