শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ১৩ জুন, ২০১৯, ০১:৩৭ রাত
আপডেট : ১৩ জুন, ২০১৯, ০১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারের আশুলিয়ায় গৃহবধুকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক

এম এ হালিম,সাভার : সাভারে জেসমিন বেগম (২৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে ওই পাষন্ড পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার দুপুরে সাভারের মির্জানগর এলাকার খালেক মিয়ার ভাড়াবাড়ির একটি কক্ষ থেকে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।থানা পুলিশ ও প্রতিবেশীরা জানায়, গত তিন দিন আগে নিহত জেসমিন বেগম তার স্বামীর সাথে খালেক মিয়ার বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।

বুধবার সকাল থেকে তাদের ঘরের দরজা খোলা থাকলেও কারও কোন সাড়া শব্দ পাচ্ছিলোনা প্রতিবেশীরা। এসময় তারা ওই ঘরের মধ্যে প্রবেশ করে গৃহবধুর জেসমিনের গলায় ওড়না পেঁচানো অবস্থায় বিছানার উপর পরে থাকতে দেখেন। পরে বিষিয়টি আশুলিয়া থানায় ফোন করে জানানো হয়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। নিহত গৃহবধু জেসমিন বেগম পোশাক কারখানার শ্রমিক এবং তার গ্রামের বাড়ি ধামরাইয়ের কালামপুরে বলে জানালেও তাদের ঘরে কোন কাগজপত্র না পাওয়ায় স্বামীর কোন পরিচয় জানাতে পারেনি পুলিশ।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ হোসেন বলেন,নিহতের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে গৃবধূর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।এছাড়া তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের স্বামীর পরিচয় শনাক্ত এবং গ্রেফতারে অভিযান চালানো হবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়