শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৩ জুন, ২০১৯, ০১:১২ রাত
আপডেট : ১৩ জুন, ২০১৯, ০১:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার দুই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানি মামলা ও বিক্ষোভ

সাজিয়া আক্তার : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির মামলা হয়েছে। আর ইন্ধন যোগানোর অভিযোগে আসামি করা হয়েছে স্কুলের প্রধান শিক্ষককেও। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটিএন নিউজ, ১৭.০০

এদিকে সহপাটিদের যৌন হয়রানির প্রতিবাদে বিক্ষুব্ধ সেলিমগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্থানীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুলের বাড়িতে গিয়ে প্রতিবাদ করে শিক্ষকের বিচার দাবি করেন তারা।

শিক্ষার্থীদের অভিযোগ স্কুলের সহকারী প্রধান শিক্ষক প্রদিপ কুমার দাস তার কাছে প্রাইভেট পড়তে যাওয়া মেয়েদের দীর্ঘদিন ধরে নানা কৌশলে যৌন নিপিড়ন করে আসছিলেন। একথা ফাঁস করলে শিক্ষার্থীদের ফেল করানোর হুমকি দিতেন তিনি। শেষ পর্যন্ত মোবাইল ফোনে তার কথোপকথন ফাঁস হলে ক্ষোভ ছড়িয়ে পড়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক মহলে।
শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের কাছে একাধিকবার অভিযোগ করলেও তিনি কোনো ব্যবস্থা না নিয়ে সহকর্মীর পক্ষে অবস্থান নেন। তাই দুই শিক্ষকেরই শাস্তির দাবি করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসি।

এলাকাবাসি জানান, যে প্রধান শিক্ষকের কাছে একাধিকবার বিচার চেয়েও কেউ কোনো বিচার পায়নি তার শাস্তি দাবি করছি আমরা।

সহকারী প্রধান শিক্ষক প্রদিপ কুমার দাস এবং প্রধান শিক্ষক আজহারুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা করেছেন যৌন হয়রানির শিকার এক শিক্ষার্থীর ভাই। মামলার পর থেকে দুই আসামিই পলাতম।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার ওসি মো. রাজু আহমেদ বলেন, আমরা অভিযোগ পাওয়ার সাথেসাথেই মামলা গ্রহণ করেছি। আমাদের একাধিক টিম মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করছে। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়