শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১২ জুন, ২০১৯, ০৯:৪৭ সকাল
আপডেট : ১২ জুন, ২০১৯, ০৯:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লন্ডনে নিলাম হচ্ছে তুতেনখামেনের ভাস্কর্য, মিশরের দাবি এটি চুরি করা

আসিফুজ্জামান পৃথিল : যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের বিখ্যাত ক্রিস্টি’স নিলামঘরে নিলাম হতে যাচ্ছে মিশরীয় ফারাও তুতেনখামেনের চেহারার একটি ভাস্কর্য। তবে মিশর সরকার এই নিলাম আটকানোর চেষ্টা করছে। তাদের দাবি ভাস্কর্যটি সম্ভবত চুরি করে লন্ডনে নিয়ে যাওয়া হয়েছে। সিএনএন।

৪ জুলাই তুতেনখামেনের এই ১১ ইঞ্চি ভাস্কর্যটি নিলামে বিক্রি হবে। এটিতে এই স¤্রাটের চেহারা একদম স্পষ্ট। ক্রিস্টি’স জানায়, মিশনের অ্যান্টিক মন্ত্রনালয় নিলাম বন্ধের জন্য ইউনেস্কোর কাছে আবেদন করেছে। তারা নিলামঘরের কাছে এটি যুক্তরাজ্যে নিয়ে আসা সংক্রন্ত সরকারি অনুমতিপত্র দেখতে পেয়েছে। লন্ডনের মিশরীয় দূতাবাস এটি মিশরের কাছে হস্তান্তরের জন্য ব্রিটিশ ফরেন অফিসের কাছে আবেদনও করেছে। এক বিবৃতিতে দূতাবাস জানায়, আমরা কোনভাবেই কাউকে মিসরিয় প্রত্ন নিদর্শন এভাবে বিক্রি করতে দেবো না।’ তবে ক্রিস্টি’স এর দাবি তাদের এই নিদর্শনের মালিকানায় কোন জটিলতা নেই।

সিএনএন এর কাছে পাঠানো এক বিবৃতিতে নিলামঘরটি বলেছে, ‘প্রাচীন বস্তুর চরিত্রের কারণেই হাজার বছর পেছনে থাকা তাদের মালিকানা যাচাই এর কোন সুযোগ নেই। বর্তমান মালিকানাটিই সর্বাধিক গুরুত্বপূর্ণ। আমাদের পরিস্কারভাবেই এটি বিক্রির আইনগত অধিকার রয়েছে।’ এটি বিক্রির সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিস্টি’স জানিয়েছিলো, ১৯৮৫ সাল থেকে ভাস্কর্যটির মালিকানা মিউনিখভিত্তিক আর্ট ডিলার হেইঞ্জ হেরজার এর। এর আগে এর মালিক ছিলো জোসেফ মেসেইনা এবং প্রিঞ্জ উইলহেম ভন থ্রুন। সম্পাদনা : ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়