শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১২ জুন, ২০১৯, ০৮:৩৩ সকাল
আপডেট : ১২ জুন, ২০১৯, ০৮:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবারের বাজেট হবে গণমানুষের প্রত্যাশা পূরণের বাজেট, এমনটাই ভাবছেন সাধারণ মানুষ

কেএম নাহিদ : এবারের বাজেট গণমানুষের প্রত্যাশা পূরণ করবে - এমনটাই ভাবছেন সাধারণ মানুষ। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানসহ মৌলিক অধিকার সুরক্ষায় সরকার ভ‚মিকা রাখবে বলে আশা করেন তারা। দুর্নীতি প্রতিরোধ আর নিত্যপণ্যের দাম নাগালের মধ্যে রাখারও দাবি তাদের। গাজীপুরের গোবিন্দবাড়ীর বাসিন্দা আবুল মিয়া। ছোট্ট এই চায়ের দোকানই তার রোজগারের একমাত্র সম্বল। বাজেট নিয়ে তেমন কোন ভাবনা না থাকলেও চা আর চিনির দাম বাড়া নিয়ে থাকেন শঙ্কায়। সময় টিভি ১২:০০

চা দোকানির ভাবনা চা-চিনির মধ্যে সীমাবদ্ধ থাকলেও ক্রেতাদের ভাবনার পরিধি আরো বেশি। চায়ের আড্ডায় তাই উঠে আসে বাজেটে বরাদ্দ আর বণ্টনের নানা দিক নিয়ে।

আবুল মিয়া বলেন চাপাতি, চিনির দাম বাড়তেছে, চাল ডালের দামও বাড়তেছে, যা আছে সবকিছুর দামই বাড়তেছে।
এবার বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৫ লাখ ২৩ হাজার ১শ' ৯০ কোটি টাকা। বিশাল এই বাজেটে গণমানুষের চাওয়ার প্রতিফলন ঘটবে - এমনটাই প্রত্যাশা তাদের।

নতুন ভ্যাট আইন কার্যকর করা, বেকারদের বিশেষ ঋণ সুবিধা দেয়া, প্রবাসীদের জন্য বীমা স্কিম চালু এবং সাড়ে ৬ হাজার পণ্য ও সেবায় আগাম কর বসানো হতে পারে এবারের বাজেটে।

বলা হয় একটি দেশের সম্ভাব্য আয় ব্যয়ের হিসেব-নিকেষ এই বাজেট। তাই এটি যেনো ভারসাম্যমূলক আর কল্যাণমুখী হয় সেজন্য বরাদ্দের ক্ষেত্রে যৌক্তিকতা যাচাই আর বণ্টনের ক্ষেত্রে আনতে হবে স্বচ্ছতা। সম্পাদনায়: কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়