শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ১২ জুন, ২০১৯, ০৭:২৪ সকাল
আপডেট : ১২ জুন, ২০১৯, ০৭:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শরণখোলায় জমি দখল করতে প্রতিপক্ষের গুলির নাটকের অভিযোগ

নইন আবু নাঈম, শরনখোলা (বাগেরহাট) : শরণখোলায় কৃষকদের জমি দখলের জন্য প্রতিপক্ষকে শায়েস্তা করতে গুলি করার নাটক সাজিয়ে হয়রানী করার ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে শরণখোলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে উপজেলার জানেরপাড় গ্রামের বাসিন্দা কৃষক ফরিদ আহমেদ খাঁন এসব অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে ফরিদ বলেন, আসন্ন আমন মৌশুমকে সামনে রেখে তিনিসহ তার এলাকার ১৯ জন কৃষকের ভোগদখলীয় চাষাবাদের ১৭.৮৫ একর ফসলী দখল করতে স্থানীয় প্রভাবশালী মহারাজ হাওলাদার, রফিকুল হাওলাদার, শাহ আলম হাওলাদার, আমির হাওলাদার ও ইব্রাহীম হাওলাদারসহ একটি চক্র ৬ জুন গভীর রাতে গুলির নাটক সাজিয়ে প্রতিপক্ষ রফিকুলকে আহত দেখানো হয়।

ওই ঘটনায় স্থানীয় কৃষকদের ফাঁসাতে তার ভাই আশরাফুল খাঁনের বিরুদ্ধে গুলি করার অভিযোগ তুলে নতুন করে তাদের জব্দ করতে প্রশাসনসহ সাংবাদিকদের কাছে মিথ্যা অভিযোগ করা হয়। জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তার ভাই আশরাফুল ইসলাম বাদী হয়ে ২০১৪ সালে মহারাজ গ্রুপের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলার প্রতিশোধের পাশাপাশি তাদের ভোগদখলীয় জমি দখল করতে নতুন করে গুলির নাটক সাজিয়ে তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসাতে মরিয়া হয়ে উঠেছেন মহারাজ গ্রুপ।

গুলির ঘটনাটির সুষ্ঠু তদন্ত স্বাপেক্ষে নানামুখী ষড়যন্ত্রের হাত থেকে রেহাই পাওয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানান কৃষক ফরিদ। এ ব্যাপারে মহারাজ মুঠোফোনে বলেন, তিনি ঢাকায় বসবাস করেন। এ বিষয়ে তিনি কিছুই জানেননা। সম্পাদনা : মুসবা তিন্নি

  • সর্বশেষ
  • জনপ্রিয়