শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১২ জুন, ২০১৯, ০৫:৪৯ সকাল
আপডেট : ১২ জুন, ২০১৯, ০৫:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই মাস নতুন কোনো ক্রয় আদেশ না হওয়ার কথা জানালো বোয়িং

আব্দুর রাজ্জাক : সম্প্রতি ৭৩৭ ম্যাক্স পরপর দুই দফা বিধ্বস্তের ঘটনায় ৩৪৬ জন নিহত হওয়ার জেরে মারাত্মক সংকটে পড়ে বোয়িং। এর জের ধরে মে মাসে নতুন কোনো বাণিজ্যিক ক্রয় আদেশ পাওয়া যায়নি। এই অবস্থা টানা দ্বিতীয় মাসের মতো অব্যাহত রইলো বলে বোয়িং মঙ্গলবার জানায়। সিএনএন, এমএসএন

বোয়িং জানায়, নতুন অর্ডার না হওয়ার পেছনে উড়োজাহাজ মজুদ না থাকা জনিত কারণও রয়েছে। এখনো প্রায় ৫শ বিমানের অর্ডার রয়েছে যা কোম্পানির কাছে মজুদ নেই। তার ওপর ৭৩৭ ম্যাক্স বিধ্বস্ত হওয়ার পর উল্লেখযোগ্য হারে উৎপাদন হ্রাস করা হয়েছে। তাই গ্রাহকদের নতুন করে চাহিদা দেয়ার প্রয়োজন নেই বলেও জানানো হয়েছে।

মার্কিন এ কোম্পানিটি জানায়, আগামী সপ্তাহে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিমান প্রদর্শনী রয়েছে। প্রদর্শনী উপলক্ষে ২১টি ৭৩৭ ম্যাক্সসহ মে’তে ৪৩ টি উড়োজাহাজের অর্ডার নেয়া হয়েছে। তবে এগুলো গতবছরের।

গত মার্চে ইথিওপিয়ার ৭৩৭ ম্যাক্স বিধ্বস্ত হওয়ার পর এই মডেলটি বিশ্বাব্যাপী নামিয়ে রাখা হয়। এই বিমানটি আবারো উড়াতে মার্কিন বিমান সংস্থার অনুমোদন পাওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বোয়িং। স্বয়ংক্রিয় বিমান সুরক্ষা পদ্ধতি উন্নয়ন নিয়ে বিতর্কের মধ্যেই ভারতীয় বিমান কোম্পানি জেট এয়ারওয়েজের ৭১টি অর্ডার বাতিলও করা হয়েছে বলে বোয়িং জানায়। তবে জেট এয়ারওয়েজের সংকটাপন্ন অবস্থার জন্যই এ পদক্ষেপ নেয়া হয়েছে। সম্পাদনা : রাশিদ রিয়াজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়