শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১২ জুন, ২০১৯, ০৪:১৩ সকাল
আপডেট : ১২ জুন, ২০১৯, ০৪:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিত্যাক্ত ম্যাচের টিকিটের টাকা ফিরিয়ে দেবে আইসিসি

স্পোর্টস ডেস্ক : বিস্টলে বেরসিক বৃষ্টির কারণে মাঠে একটি বলও গড়ায়নি বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটির। এমকি টসও হয়নি এই ম্যাচটিতে। পরবর্তিতে ম্যাচটি পরিত্যক্ত হয়।

ম্যাচ অনুষ্ঠিত না হওয়ায় হতাশ হয়েছেন দর্শকরা। বৃষ্টির কারণে ক্রিকেটাররা মাঠে নামতে না পারলেও গ্যালারিতে ঠিকই হাজির হয়েছিলেন সমর্থকরা। এদিন গ্যালারির প্রায় পঁচানব্বই ভাগ সমর্থক ছিলেন বাংলাদেশের পক্ষে। যদিও বেসরম বৃষ্টির কারণে হতাশ হয়ে তাদের ফিরে যেতে হয়েছে ঘরে।

ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচের টিকেটের সর্বনিম্ন মূল্য ছিল বাংলাদেশি মুদ্রায় দুই হাজার টাকারও কিছু বেশি। ম্যাচ না দেখে বাড়ি ফেরা দর্শকদের হতাশা কাটাতেই কিনা, বিশ্বকাপের মূল আয়োজক ও বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ম্যাচ টিকেটের টাকা দর্শকদের ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

অর্থাৎ যেসব দর্শক বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচের টিকেট কিনেছিলান, তারা নির্ধারিত শর্ত প‚রণ করে টিকেটের টাকা ফেরত পাবেন। নিজেদের আর্থিক মুনাফা ছেড়ে দিয়ে দর্শকদের কথা চিন্তা করে এই প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে আইসিসি।

বৃষ্টির কারণে সমর্থকদের মধ্যে বাংলাদেশের চেয়ে লঙ্কানরাই বেশি হতাশ হবেন। এর আগে গত হওয়া তিনটি ম্যাচের মধ্যে পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচটিও চলে গিয়েছিল বৃষ্টির পেটে। ইংল্যান্ডে থাকা লঙ্কান সমর্থকরা বারবার মাঠে গিয়ে হতাশ হয়ে ঘরে ফিরছেন এক পয়েন্ট নিয়ে। এবার বাংলাদেশের এমন অভিজ্ঞতা এখন পর্যন্ত একবারই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়