শিরোনাম
◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার

প্রকাশিত : ১২ জুন, ২০১৯, ০১:৪৭ রাত
আপডেট : ১২ জুন, ২০১৯, ০১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়ান ইলেভেনের কুশিলবদের বিচার না করলে পুনরাবৃত্তি ঘটতে পারে, বললেন নাসিম

সমীরণ রায়: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীরর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ওয়ান ইলেভেনের কুশিলবদের বিচার না করলে পুনরাবৃত্তি ঘটতে পারে। মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ওয়ান ইলেভেনের কুশিলবদের বিচারের মাধ্যমে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ওয়ান ইলেভেনের কুশিলবদের বিচার করে শাস্তি নিশ্চিত করতে হবে। কারণ রাজনীতিতে কিছু বর্ণচোরা লোক থাকে। যারা বিভিন্ন সময় রং বদলায়। আমাদের মধ্যেও আছে।
তিনি বলেন, পঁচাত্তরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা টার্গেটে ছিলেন। এখন বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা টার্গেট। শেখ হাসিনার সাহসী ও দূরদর্শী নেতৃত্বে দেশ এখন দ্রুত এগিয়ে যাচ্ছে। গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হয়েছে। এ কারণে ষড়যন্ত্রকারীদের চক্রান্ত থেমে নেই।

তিনি আরও বলেন, সবার সতর্ক থাকতে হবে। ঐক্যবদ্ধ থেকে যে কোনো মূল্যে শেখ হাসিনাকে রক্ষা করতে হবে। নইলে দেশে মহাবিপর্যয় নেমে আসবে।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কে এম মোনোয়ার উল ইসলাম বিপুল প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়