শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১২ জুন, ২০১৯, ১২:২৬ দুপুর
আপডেট : ১২ জুন, ২০১৯, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭০’এর বেশি বয়স্ককে প্রেসিডেন্ট হিসেবে চান না মার্কিন ভোটাররা

রাশিদ রিয়াজ : জরিপ বলছে ৭০’এর বেশি বয়স্কদের প্রেসিডেন্ট হিসেবে প্রার্থী হবার সম্ভাবনা বাতিল করে দিচ্ছেন মার্কিন ভোটাররা। এমনকি বয়স্ক প্রার্থীর চেয়ে বরং সমকামি প্রেসিডেন্ট তাদের অধিক পছন্দ। ইপসস জরিপের এ খবর দিয়েছে রয়টার্স। জরিপে উঠে এসেছে সমকামি এমন রাজনীতিবিদদের প্রতি মার্কিনীদের আগ্রহ বৃদ্ধি লক্ষ্য করার মত। ৩৪ শতাংশ মার্কিন নাগরিকের পছন্দ সমকামি প্রেসিডেন্ট এবং এতে তাদের কোনো আপত্তি নেই। এ জরিপটি পরিচালনা করা হয় যুক্তরাষ্ট্রের উইলিয়ামস ইনস্টিটিউটের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এবং এমন এক সময়ে যখন আগামী সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প ৭৩ বছরে পা রাখছেন। ২০২০ সালে পুনরায় প্রেসিডেন্ট হিসেবে প্রার্থী হওয়ার কথা আগেই জানিয়েছেন ট্রাম্প।

এছাড়া যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে ডেমোক্রেটদের পক্ষ থেকে সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে ২৪ জনের অনেকের বয়স ৭০ বছরের বেশি এবং কেউ কেউ স্বঘোষিত সমকামি। এক দশক আগেও কোনো সমকামি ব্যক্তি যুক্তরাষ্ট্রে সমকামি প্রেসিডেন্ট হবেন তা ছিল অকল্পনীয় এবং বিতর্কিত। ওয়াশিংটনের আমেরিকান ইউনিভার্সিটির অধ্যাপক এ্যান্ড্রিউ ফ্লোরেস বলেন, পরিস্থিতি অনেক পাল্টেছে এবং সমকামিদের গ্রহণযোগ্যতা স্বাভাবিক হচ্ছে। জরিপ বলছে ৪৮ শতাংশ মার্কিন নাগরিক ৭০’এর বেশি বয়স্ক প্রেসিডেন্ট চান না। তবে ১১ শতাংশ ৭০’এর বেশি বয়স এমন প্রেসিডেন্ট চান। ১২ শতাংশ বলেছেন তারা বরং সমকামি প্রেসিডেন্টকেই বেশি পছন্দ করবেন। এ জরিপে অংশ নেন ২ হাজার ২৩৭ প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়