শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ১২ জুন, ২০১৯, ১২:০৫ দুপুর
আপডেট : ১২ জুন, ২০১৯, ১২:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নয়াপল্টনে ছাত্রনেতা নয়নকে পেটালো বিক্ষুব্ধরা

শিমুল মাহমুদ : ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম নয়নকে পিটিয়েছে বিক্ষুব্ধরা নেতাকর্মীরা। কেন্দ্রীয় কমিটি গঠনের ক্ষেত্রে বয়সসীমা তুলে দেওয়া ও নিয়মিত কমিটির দাবিতে সকাল থেকেই বিক্ষোভ করে আসছে ছাত্রদলের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।

সরেজমিনে দেখা যায়, বিকেল ৪টার দিকে নয়াপল্টনে বিএনপি অফিসের মূল ফটকের তালা খুলে ছাত্রদলের বিক্ষুদ্ধরা ভেতরে প্রবেশ করে। কিছু সময় পর ভেতর থেকে নয়নের অনুসারী কয়েকজনকে বের করে আনতে দেখা যায়। সর্বশেষ নয়নকে বের করা আনা হয়। মূল গেটের সামনে বিক্ষুদ্ধরা নয়নকে কিল-ঘুষি মারতে থাকে। পরে ছাত্রদলেরই কয়েকজন তাকে সেখান থেকে উদ্ধার করে অটোরিকশা চালিত একটি সিএনজিতে তুলে দেন।

বিক্ষুব্ধরা জানান, নয়ন তার দলবল নিয়ে সকাল থেকে কার্যালয়ে অবস্থানরত দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে পাহাড়া দিচ্ছিলেন। তাই তাকে বের করে দেয়া হলো।

মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পদপ্রত্যাশীরা তালা ঝুঁলিয়ে বিক্ষোভ করতে থাকেন। দুপুরে কার্যালয়ের বিদ্যুত-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ছাত্রদলের বিক্ষুব্ধরা।

এদিকে ছাত্রদলের সংকট নিরসনে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাবেক ছাত্রনেতারা বৈঠকে বসেছেন। বৈঠকে অংশ নিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাাহ আমান, বিএনপি নেতা খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, এবিএম মোশাররফ হোসেন, আজিজুল বারী হেলাল, শফিউল বারি বাবু, আবদুল কাদির ভ‚ঁইয়া জুয়েল, রাজিব আহসান ও আকরামুল হাসান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়