শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ১১ জুন, ২০১৯, ০৯:২৭ সকাল
আপডেট : ১১ জুন, ২০১৯, ০৯:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মমতাকে হত্যার জন্যে এক কোটি রুপি ঘোষণা

মহসীন কবির: ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হত্যার জন্য এক কোটি রুপি পুরস্কার ঘোষণা দিয়ে একটি চিঠি এসেছে তৃণমূল কংগ্রেসের এক এমপির কাছে। খবর আজকাল।

রোববার আরামবাগ থেকে নির্বাচিত লোকসভার সদস্য অপরূপা পোদ্দার এ চিঠি পাওয়ার পর শ্রীরামপুর থানার অভিযোগ দায়ের করেছেন। চিঠিতে মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর শব্দ লেখা ছিল বলে জানান তিনি। এ ধরনের চিঠিতে বিব্রত বোধ করছেন উল্লেখ করে অপরূপা পোদ্দার বলেন, সেখানে (চিঠিতে) এমন সব কথা লেখা আছে, যা মুখে আনা যায় না। চিঠির সঙ্গে তৃণমূল সভানেত্রীর একটি বিকৃত ছবিও ছিল। নিচে নাম লেখা রাজবীর কিল্লা, সঙ্গে একটি মোবাইল নাম্বারও আছে।

শ্রীরামপুরের অতিরিক্ত পুলিশ কমিশনার অম্লান ঘোষ বলেন, আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কে বা কারা এ চিঠি পাঠিয়েছে, তা জানার চেষ্টা চালছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দিয়ে চিঠি এবারই প্রথম নয়। আগেও একাধিকবার এ ধরনের ঘটনা ঘটেছে।

২০১৭ সালের অক্টোবরে তৃণমূল কংগ্রেসের প্রধানকে হত্যার জন্য মুর্শিদাবাদের এক কলেজছাত্র ৬৫ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছিল। মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে এ হুমকি দেওয়া হয়। এর আগে, ওই বছরের এপ্রিলে বিজেপির যুব সংগঠনের নেতা যোগেশ ভার্সনে মুখ্যমন্ত্রীর মাথার দাম ১১ লাখ রুপি ঘোষণা করেছিলেন।

কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে অভিযোগ করেছেন, তাকে যেকোনো দিন হত্যা করা হতে পারে। এ জন্য পেশাদার খুনি নিয়োগ করা হয়েছে বলেও দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, আমাকে খুন করে বলা হতে পারে, এটা নিছক দুর্ঘটনা। তাদের বলতে চাই, আমি ভীত নই। মৃত্যুকে আমি ভয় পাই না। এ ঘটনার পর থেকে সতর্ক অবস্থায় রয়েছে পশ্চিমবঙ্গ প্রশাসন। সম্পাদনা : ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়