শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১১ জুন, ২০১৯, ০৮:৩৯ সকাল
আপডেট : ১১ জুন, ২০১৯, ০৮:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মেধাশূন্য জাতি কখনো এগিয়ে যেতে পারে না’ বললেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

মিরসরাই প্রতিনিধি : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন, মেধা সম্পন্ন জাতি গরিব হতে পারে না। মেধাশুন্য জাতি কখনো এগুতে পারে না। এগিয়ে যেতে হলে, দেশকে নেতৃত্ব দিতে মেধার কোন বিকল্প নেই। গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিশাকে স্বর্ণে পরিণত করে। শহরেরগুলো স্বর্ণকে স্বর্ণ বানায়। তাই গ্রামকে খাটো করে দেখার কোন কারণ নেই।

সোমবার চট্টগ্রামের মিরসরাইয়ের মহানজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ মাঠে এস রহমান ট্রাস্টের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এস রহমান ট্রাস্টের সদস্য মীর আলম মাসুকের সভাপতিত্বে ও মহাজনহাট ফজলুর রহমান কলেজের অধ্যক্ষ সোহরাব হোসেন ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আজমল হোসেনের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এস রহমান পরিবারের সদস্য মোয়াজ্জেম হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ূন কবির খান, মিরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল আফছার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য শেখ আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, ইসমত আরা ফেন্সি, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য নুরুল হুদা, বারইয়ারহাট পৌর মেয়র নিজাম উদ্দিন ভিপি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন নয়ন প্রমুখ।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আরো বলেন, আগে সচিবালয়ে বিসিএস ক্যাডার প্রাপ্ত মিরসরাইয়ের লোক খুঁজে পাওয়া যেত না। এখন অহরহ বিসিএস ক্যাডার পাওয়া যায়। এস রহমান ট্রাস্ট গত বছরের ন্যায় এই বছরও এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংর্বধনা দিচ্ছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সংবর্ধনা দিয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করলে তারা ভবিষতে আরো ভালো ফলাফল করবে।
এসময় মিরসরাইয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলতি বছর এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৮৫ জন শিক্ষার্থীকে নগদ ৫হাজার টাকার প্রাইজবন্ড, ক্রেস্ট ও সনদপত্র দেয়া হয়। সম্পাদনা : ওমর ফারুক

  • সর্বশেষ
  • জনপ্রিয়