শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ১১ জুন, ২০১৯, ০৪:০৬ সকাল
আপডেট : ১১ জুন, ২০১৯, ০৪:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন হাথুরুসিংহে

স্পোর্টস ডেস্ক : ২০১৫ বিশ্বকাপে যার হাত ধরে প্রথমবারের মতো বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠে বাংলাদেশ চলমান আসরে তারই প্রতিপক্ষ হয়ে মাঠে নামার অপেক্ষায়। বাংলাদেশ দলের কোচের পদ ছেড়ে দিলেও বিশ্বকাপে অংশ নিচ্ছেন ঠিকই, নিজ দেশ শ্রীলঙ্কার কোচ হিসেবে। বাংলাদেশের বিপক্ষে লঙ্কানদের ম্যাচটিতে লঙ্কানদের সামর্থ্য আর বৃষ্টির শঙ্কাকে বাধা হিসেবে দেখা হলেও বড় বাধা হয়ে দাঁড়াতে পারেন চন্ডিকা হাথুরুসিংহেই!

ম্যাচ চলাকালে হাথুরুসিংহে হয়ত পড়ে থাকবেন ড্রেসিংরুমে, তবে বাংলাদেশকে হারানোর ছক আঁকতে খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয় তার। একটা সময় টাইগারদের নাড়িনক্ষত্র ভালো করে জানা ছিল। কোন খেলোয়াড়ের দুর্বলতা কোথায় তাও ভালো করে জানেন। নিজের বর্তমান শিষ্যদের জয় এনে দেওয়ার লক্ষ্যে স্বভাবতই খুলে দিবেন নিজের ‘বাংলাদেশ বিষয়ক অভিজ্ঞতা’র দুয়ার!

বাংলাদেশের কোচিংয়ের সাথে যুক্ত না থাকলেও এখনো টাইগারদের খেলা দেখা হয়। ক্রিকেটারদের কতটা সূক্ষ্মভাবে খেয়াল করেন, তারও আভাস দিলেন এক প্রতিবেদককে দেয়া এক সাক্ষাৎকারে। হাথুরুসিংহের এই দৃষ্টিই তো শ্রীলঙ্কার জন্য হয়ে উঠতে পারে শিকারি চোখ!

বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়ে হাথুরুসিংহে বলেন, ‘হয়তো অনেক দিন হয় আমি ওদের সঙ্গে নেই। তবে আমি কিন্তু এখনও নিয়মিত তাদের খেলা দেখি। আমাকে জিজ্ঞাসা করলে বলে দিতে পারব বাংলাদেশ দলের কোন ব্যাটসম্যান কোন ম্যাচে কত রান করেছে। তার স্ট্রাইক রেট কত। কোন বোলার কোন ম্যাচে কত উইকেট পেয়েছে। এবারের বিশ্বকাপেও দারুণ খেলছে দলটি। এই কোচের অধীনেও তো ভালো জয় পাচ্ছে। বাংলাদেশ দলের জন্য আমার শুভকামনা থাকবে সবসময়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়