শিরোনাম
◈ গাজায় মানবসৃষ্ট দুর্ভিক্ষ চলছে, দায়ী ইসরায়েল: ইইউ ◈ রাখাইনে আরো একটি শহর দখল করেছে আরাকান আর্মি ◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয় 

প্রকাশিত : ১১ জুন, ২০১৯, ০১:৪৫ রাত
আপডেট : ১১ জুন, ২০১৯, ০১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা, সাকিবকে নিয়ে শঙ্কা

খালিদ আহমেদ : বিশ্বকাপে আজ মঙ্গলবার দুই প্রতিবেশীর লড়াই। ইংল্যান্ডের ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডে বিকেলে মুখোমুখি হচ্ছে ১৯৯৬ বিশ্বকাপ চ্যাম্পিয়ন শ্রীলংকা ও ২০১৮ এশিয়া কাপের রানার্স আপ বাংলাদেশ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়। চলতি টুর্নামেন্টে দুই দলেরই আজ চতুর্থ খেলা। এদিকে বিশ্বকাপে শুধু বাংলাদেশের নয়, এখন পর্যন্ত সব দল মিলিয়ে সেরা ব্যাটসম্যান সাকিব আল হাসান। সেই সাকিবের আজকে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। সোমবার দলের সঙ্গে ব্রিস্টলে অনুশীলনে এলেও নেটে ব্যাটিং বা বোলিং করেননি সাকিব। শুরুতে মনে হয়েছিল তিনি বিশ্রামে আছেন। কিন্তু পরে জানা গেছে, তাঁর ঊরুতে চোট আছে। কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেন সাকিব। সেই সেঞ্চুরির পথেই ঊরুতে চোট পান বিশ্বসেরা এই অলরাউন্ডার।

প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২১ রানের জয় পেলেও পরের দুই ম্যাচে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের কাছে হেরে খানিকটা পিছিয়ে পড়েছে বাংলাদেশ। অন্যদিকে, নিউজিল্যান্ডের কাছে ১০ উইকেটের বড় হার দিয়ে বিশ্বকাপ শুরুর পর দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ডিএলএস পদ্ধতিতে জয় তারপর পাকিস্তানের সঙ্গে তৃতীয় ম্যাচ বৃষ্টির কারণে পণ্ড হওয়ায় পয়েন্ট তালিকায় অন্তত বাংলাদেশের চেয়ে সুবিধাজনক অবস্থায় রয়েছে হাতুরুসিংহের দল। তাই ব্রিস্টলের লড়াই ফেরার সুযোগ হিসেবেই দেখছে বাংলাদেশ। এবারের বিশ্বকাপে বারবার হানা দিচ্ছে বৃষ্টি। বৃষ্টির জন্য নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ম্যাচের আগে খোলা মাঠে অনুশীলন করতে পারেনি মাশরাফিরা। সোমবার বৃষ্টি না হওয়ায় খোলা মাঠে অনুশীলনের কাজটা সারতে পেরেছে টাইগাররা। তবে আজ মঙ্গলবার ব্রিস্টলে মুষলধারে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া কর্তৃপক্ষ। বৃষ্টির কারণে ম্যাচের পরিণতি বাংলাদেশের বিপক্ষে গেলে বাকি টুর্নামেন্টে টাইগারদের কাজটা আরো কঠিন হয়ে যাবে।

দক্ষিণ আফ্রিকার সঙ্গে যেভাবে খেলেছে তাতে বাংলাদেশ দলের প্রতি সমীহটা আরো বাড়বে কি না—এমন প্রশ্নের উত্তরে মাশরাফি বলেন, ‘কেউ সমীহ করল কি করল না তা নিয়ে আমি চিন্তিত না। আমাদের পারফর্মেন্স নিয়েই আমি বেশি চিন্তিত। ম্যাচ জেতা আমাদের জন্য বেশি জরুরি। ২২ গজের মধ্যে সমীহ কোনো কাজে আসে না। মাঠে আমরা কি করতে পারলাম কেমন খেলাটা খেললাম, সেটাই জরুরি। এই মুহূর্তে অন্যের সমীহ আদায় করার চেয়ে ২ পয়েন্ট বেশি জরুরি আমার কাছে।’

বাংলাদেশ শিবিরের জন্য স্বস্তির কারণ, আফগানিস্তান ম্যাচে জয়ের নায়ক তারকা পেসার নুয়ান প্রদীপ বাংলাদেশের বিপক্ষে খেলতে পারবেন না। ডান হাতের কড়ে আঙুলে চোট পেয়েছেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার। তাকে এক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। গতরোববার নেটে কুশল পেরেরাকে বল করার সময় বোলিং হাতের কড়ে আঙুলে আঘাত পান প্রদীপ। পেরেরার ব্যাট থেকে ছুটে আসা বল থেকে ডান হাত দিয়ে নিজের মুখ বাঁচাতে গিয়েই আঙুল মচকে যায় তার। আফগানিস্তানকে হারানোর ম্যাচে ৩১ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন প্রদীপ। প্রদীপের বদলি হিসেবে ইতোমধ্যে কাসুন রাজিথাকে প্রস্তুত রেখেছে শ্রীলঙ্কা। স্ট্যান্ড-বাই খেলোয়াড় হিসেবে তিনি দলের সঙ্গে ইংল্যান্ড সফর করছেন।

অনুশীলনের সময় লাহিরু থিরিমানেও হাঁটুতে ব্যথা অনুভব করেছেন। মঙ্গলবারের ম্যাচকে সামনে রেখে তার ফিটনেসও প্রশ্নের মুখে। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং নিয়েও কম উত্কণ্ঠায় নেই শ্রীলংকা। দুই ম্যাচে ২০ উইকেট হারিয়ে তাদের ব্যাটসম্যানরা ৩৩৭ রান করেছেন। অন্যদিকে, তিন ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানরা করেছেন ৮৫৪ রান (৩৩০, ২৪৪ ও ২৮০)। বোলাররা পেয়েছেন ২২ উইকেট (৮,৮,৬)। ইংলিশদের কাছে শেষ ম্যাচে বড় ব্যবধানে হারলেও দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে ছেড়ে কথা বলেনি বাংলাদেশ। দুয়েকজন ছাড়া বাকি ব্যাটসম্যানরা রানের দেখা পাচ্ছেন। দুই ফিফটি ও এক সেঞ্চুরি নিয়ে চলতি বিশ্বকাপে রান সংগ্রাহকের তালিকায় এখনো শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব (২৬০ রান)। এই তালিকায় মুশফিক রয়েছেন আট নম্বরে (১৪১ রান)। তবে ইংল্যান্ডে সবচেয়ে সফল বাংলাদেশি ব্যাটসম্যান তামিম ইকবাল এবার রান পাচ্ছেন না। হতাশ করছেন সৌম্য সরকার ও মিথুনের মতো অভিজ্ঞরাও। তিন ম্যাচে তামিম ও সৌম্যর সংগ্রহ যথাক্রমে ৫৯ ও ৬৯।

আইসিসির ওডিআই র্যাংকিংয়ে শ্রীলংকার চেয়ে দুই ধাপ এগিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের অবস্থান সপ্তম স্থানে শ্রীলংকা নবমে। নিজেদের সর্বশেষ পাঁচ ওডিআইতে বাংলাদেশ জিতেছে তিনটিতে (আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা)। শ্রীলংকার জয় মাত্র একটি (আফগানিস্তান)। বাংলাদেশ ও শ্রীলংকা এ পর্যন্ত ৪৫টি ওডিআইতে মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জিতেছে সাতটিতে, শ্রীলংকা ৩৬টি। ফলাফল হয়নি ২ ম্যাচে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়