শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১১ জুন, ২০১৯, ০৬:৫৪ সকাল
আপডেট : ১১ জুন, ২০১৯, ০৬:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অডিও ফাঁস: ডিআইজি মিজানের ‘ঘুষ কেলেঙ্কারি’ নিয়ে তোলপাড় (ভিডিও)

ডেস্ক রিপোর্ট  : অনিয়ম-বিতর্ক যেন পিছুই ছাড়ছে না পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের। এবার তার সাথে জড়িয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক খন্দকার এনামুল বাছিরের নাম। অনিয়মের মাধ্যমে দায়মুক্তির বিষয়ে ৫০ লাখ টাকা ও গাড়ির ‘চুক্তি’ হয়েছে এই দু'জনের মধ্যে। এর প্রমাণস্বরূপ তিনটি অডিও ফাঁস হয়েছে, যা নিয়ে এখন রীতিমতো তোলপাড় চলছে।

এ ঘটনা নিয়ে আজ সোমবার বাংলাদেশের একাধিক পত্রিকা সংবাদ প্রকাশিত হয়েছে। এ সব প্রতিবেদনে বলা হয়, ডিআইজি মিজানুরের কাছ থেকে দায়মুক্তি কথা বলে ৫০ লাখ টাকার সঙ্গে গ্যাসচালিত একটি গাড়িও চেয়েছেন এনামুল বাছির। ডিআইজি মিজান ও দুদকের এনামুলেল কথোপকথনের তিনটি অডিও রেকর্ড পেয়েছে কমিশন।

প্রথম রেকর্ডে বাজারের ব্যাগে করে টাকা আনা, টাকার পরিমাণ এবং টাকার বান্ডিলকে আইনের বই হিসেবে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় রেকর্ডে তদন্ত প্রতিবেদন, হয়রানি, সখ্যতা তৈরির চেষ্টা, গ্যাসের গাড়ি দাবি, ভুয়া একাউন্ট খোলা, নাম গোপন রাখার কথা বলা হয়। আর তৃতীয় রেকর্ডে অনুসন্ধান প্রতিবেদনের বিভিন্ন দিক, মামলা হওয়া, ঘুষের টাকা ফেরত নেয়ার প্রস্তাব দেয়া হয়।

ডিআইজি মিজানের দাবি, চুক্তি অনুযায়ী গত ১৫ জানুয়ারি ৫০ লাখ টাকার মধ্যে ২৫ লাখ টাকা লেনদেন হয়েছে। বাকি ২৫ লাখ টাকা থেকে ১ ফেব্রুয়ারি ১৫ লাখ টাকা নগদ নেন দুদকের এনামুল। রাজধানীর রমনা পার্কে একটি বাজারের ব্যাগে করে এ অর্থ লেনদেন হয়। এখন বাকি আছে মাত্র ১০ লাখ টাকা আর ছেলেকে স্কুলে আনা-নেয়ার জন্য গাড়িটা।

এ বিষয়ে জানতে চাইলে ‘এগুলো সঠিক নয়, এটি বানোয়াট মেটার’ বলে উড়িয়ে দেন খন্দকার এনামুল বাছির। তিনি বলেন, ডিআইজি মিজানের বিরুদ্ধে মামলার সুপারিশ করায় ক্ষুব্ধ হয়ে এ সব অপপ্রচার চালাচ্ছেন তিনি। এর সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই, সব তার সাজানো। এ সব উল্টাপাল্টা জিনিসে সে খুব ওস্তাদ।’

এ ঘটনার পর ক্ষিপ্ত হয়ে এনামুল বাসিরের সাথে কথোপকোথনের অডিও রেকর্ড ফাঁস করেন মিজান। এ নিয়ে রোববার এটিএন নিউজে একটি সংবাদও প্রচার হয়।

তবে ডিআইজি মিজানের অভিযোগ অস্বীকার করেছেন এনামুল বাসির। ফাঁস করা অডিও রেকর্ড ভূয়া বলে দাবি করেছেন তিনি। মিজানের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগও প্রত্যাখান করেন এনামুল বাসির বলেন, ‘গত মাসের শেষের দিকে প্রতিবেদন জমা দিয়ে আমি মিজানের বিরুদ্ধে মামলার করার সুপারিশ করেছি। টাকা নিলে আমি মামলা করার সুপারিশ করতাম কিভাবে। তদন্ত প্রভাবিত করতে না পেরে মিজান আমার বিরুদ্ধে অপপ্রচার করছেন।’

এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ শাহদীন মালিক গণমাধ্যমকে বলেন, ঘুষ দেওয়া-নেওয়া দুটোই অপরাধ। দুদক পরিচালকের ঘুষ নেয়ার অভিযোগটি দ্রুত তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। অভিযোগ সত্যি হলে উভয়ের বিরুদ্ধে মামলা হতে হবে এবং তদন্তকালীন আইন অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করতে হবে।

খন্দকার এনামুল বাছির দুদকের অনুসন্ধান ও তদন্ত-২ অনুবিভাগের দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে তদন্ত থেকে দায়মুক্তি দিতে ঘুষের এমন লেনদেনের অভিযোগ পাওয়ার পর নড়েচড়ে বসেছে দুদক।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, এ ঘটনা তদন্তে রোববার দুদক সচিব দিলওয়ার বখতকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে আজ সোমবারের (২৪ ঘণ্টা) মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন, নারী কেলেঙ্কারিসহ নানা বিতর্কে জড়িয়েছেন পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান। তিনি বর্তমানে ওএসডি হিসেবে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত আছেন। তার বিরুদ্ধে দুর্নীতির বিভিন্ন অভিযোগ তদন্ত করছে দুদক।

আর খন্দকার এনামুল বাছির ১৯৯১ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোতে অ্যান্টি করাপশন অফিসার (এসিও) হিসেবে যোগ দেন। পরে দুর্নীতি দমন কমিশন গঠিত হলে সহকারী পরিচালকের দায়িত্ব পান তিনি। উপ-পরিচালক ও পরিচালক হিসেবে আরও দু'দফা পদোন্নতি পান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করা এনামুলের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

 

https://www.facebook.com/sherakantha/videos/407805713142302/

  • সর্বশেষ
  • জনপ্রিয়