শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১১ জুন, ২০১৯, ০৪:০৭ সকাল
আপডেট : ১১ জুন, ২০১৯, ০৪:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসল ওসির হাতে ধরা পড়ল ভুয়া ওসি

যশোর প্রতিনিধি : যশোরে পুলিশ পরিচয়ে ছিনতাই ও ঘুষ গ্রহণের অভিযোগে সোমবার দুপুরে এক জনকে আটক করেছে পিবিআই।
আটক বুলবুল কবীর সদর উপজেলার আরবপুর ইউপির খোলাডাঙ্গা গ্রামের হানিফ আলী গাজীর ছেলে।

উপজেলার ডুমদিয়া গ্রামের সাকিবুল ইসলাম বলেন, ৮ জুন দুপুরে দুই বন্ধুকে নিয়ে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলাম। বেনাপোল বাইপাস সড়কে বুলবুল কবীর ও তার এক সহযোগী আমাদের মোটরসাইকেল থামিয়ে চাবি ও মোবাইল কেড়ে নেন। ওই সময় তিনি আমাদের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ তুলে ২৫ হাজার টাকা দাবি করেন। তখন ফিরোজের মামাকে জানানো হলে তিনি চার হাজার টাকা বিকাশ করেন। কিন্তু টাকা কম হওয়ায় আমার মোবাইল ফেরত দেননি বুলবুল কবীর। চাবি দিয়ে বলেন মোটরসাইকেল পুলেরহাটের পেট্রোল পাম্পে রেখে দিতে। মোটরসাইকেল ও চাবি পেট্রোল পাম্পে না রাখায় সোমবার সকালে ফোন করে আমাদের যশোর শহরের কালেক্টরেট চত্বরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সামনে আসতে বলেন বুলবুল কবীর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সিপাহী মোহাম্মদ আলী জানান, সন্দেহজনক গতিবিধির কারণে বুলবুল কবীরের পরিচয় জানতে চান তিনি। ওই সময় বুলবুল নিজেকে যশোর পিবিআই’র ওসি রনি বলে পরিচয় দেন। পরে মোহাম্মদ আলীর ফোন পেয়ে যশোর পিবিআই’র ওসি আব্দুল মান্নান এসে বুলবুল কবীরকে আটক করেন।

যশোর পিবিআই’র ওসি আব্দুল মান্নান জানিয়েছেন, বুলবুল কবীরের বিরুদ্ধে পুলিশ পরিচয়ে প্রতারণা, ছিনতাই, বিকাশে ঘুষ নেয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়