শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১১ জুন, ২০১৯, ১২:৪৫ দুপুর
আপডেট : ১১ জুন, ২০১৯, ১২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের আলোচিত আসিফা ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

আসিফুজ্জামান পৃথিল : ভারতের পাঠানকোটের একটি আদালত কাশ্মীরের আলোচিত কাটুয়া ধর্ষণ ও হত্যা মামলায় ৬ জনকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছে। এর মধ্যে প্রধান অভিযুক্তসহ ৩জনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা। ৩ জনকে ৫ বছর মেয়াদে কারাদণ্ড  দিয়েছে আদালত। এই মামলায় অভিযুক্ত অপর ব্যক্তিকে খালাস করা হয়েছে। ইয়ন নিউজ, এনডিটিভি।

আদালতের দ্বারা দোষী ঘোষিত ব্যক্তিরা হলেন, গ্রাম প্রধান সানঝি রাম, দুই বিশেষ পুলিশ কর্মকর্তা দিপক খাজুরিয়া ও সুরেন্দ্র বার্মা, হেড কন্সটেবল তিলক রাজ, প্রভাস কুমার ও আনন্দ দত্ত। প্রধান অভিযুক্ত সানঝি রামের পুত্র বিশাল জানগোত্রাকে বেকসুর খালাস দিয়েছে আদালত। যাবজ্জীবন পেয়েছেন সানঝি রাম, দিপক খাজুরিয়া ও সুরেন্দ্র বর্মা। হত্যার জন্য তাদের এই সাজার সঙ্গে ১ লাখ রুপিও জরিমানা করা হয়। আর গণধর্ষণের জন্য তাদের আলাদা ভাবে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই ধর্ষণ ও হত্যায় সহায়তার অভিযোগে তিলক রাজ, প্রভাস কুমার ও আনন্দ দত্তকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। গত বছরের জুন থেকে ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে এই মামলার সম্পূর্ণ বিচারকাজ পরিচালিত হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে কাটুয়ার আদালত থেকে এই মামলা পাঠানকোটে স্থানান্তর করা হয়।

চার্জশিট অনুযায়ী, গত বছরের ১০ জানুয়ারি ৮ বছরের মুসলিম বালিকা আসিফাকে অপহরণ করে একটি মন্দিরে বন্দী করে রাখা হয়। ৪ দিন ধরে এই শিশুকে ধর্ষণের পর হত্যা করে অভিযুক্তরা। এই ঘটনা ভারতে বড় ধরণের প্রতিক্রিয়া দেখা দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়