শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১১ জুন, ২০১৯, ১২:০৪ দুপুর
আপডেট : ১১ জুন, ২০১৯, ১২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুরে ব্যবস্থাপত্র ছাড়াই অবাধে বিক্রি হচ্ছে অ্যান্টিবায়োটিক

ফাতেমা ইসলাম : হাইকোর্টের নিষেধাজ্ঞার পরেও থামছেনা ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়েটিক বেচাকেনা। শুধু তাই নয় ব্যবস্থাপত্র ছাড়া বিক্রি বন্ধে জেলাপ্রশাসন ও সিভিল সার্জনকে ব্যবস্থা নেয়ার দায়িত্ব দিলেও দেখা যায়নি কোনো উদ্যোগ। এতে তৈরি হচ্ছে ব্যাপক স্বাস্থ্য ঝুকি। যদিও প্রশাসন বলছে এব্যাপারে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নেয়া হবে। চ্যানেল ২৪ ১:০০

চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিকের বিক্রি বন্ধ করতে এ বছর এপ্রিলের শেষ সপ্তাহে নির্দেষ দেন আদালত। আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই চিকিৎসকের পরামর্শ ছাড়াই অবাধে অ্যান্টিবায়েটিক বেচাকেনার এই দৃশ্য রংপুরে সব সময়ের। পার্কের মোড় লালবাগ পায়রা চত্বর টার্মিনালসহ নগরে প্রায় সর্বত্রই চলছে অ্যান্টিবায়োটিকের বিক্রি। কেউ কেউ আবার একবার মাত্র ডাক্তার দেখিয়েই মাসের পর মাস কিনছেন অ্যান্টিবায়োটিক।

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের অধ্যাপক ডা মো: আব্দুল ওয়াদুদ মোস্তফা বলেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় তাহলে সেটা অবশ্যই অপপ্রয়োগ হবে। সাধারণ মানুষকে বুঝতে হবে যে চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না।

রংপুর জেলা প্রশাসক মো: রুহুল আমিন মিঞা বলেন, অবাধে অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ করতে যত দ্রæত সম্ভব ব্যবস্থা নিতে হবে। তবে সিভিল সার্জন তাদের প্রতিনিধি দিলেই আমরা এই অভিযান পরিচালনা শুরু করতে পারবো।
এক হিসাবে প্রায় আড়াই লাখ ওষুধের দোকান রয়েছে এবং অভিযোগ আছে যার বেশির ভাগেই ব্যবস্থাপত্র ছাড়াই অ্যান্টিবায়োটিক বিক্রি করছে। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়