শিরোনাম
◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ১০ জুন, ২০১৯, ০৯:৩২ সকাল
আপডেট : ১০ জুন, ২০১৯, ০৯:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন যুবরাজ

স্পোর্টস ডেস্ক : ভারতীয় জাতীয় দলের অলরাউন্ডার যুবরাজ সিং সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ভারতের মুম্বাইয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সোমবার নিজের অবসরের কথা নিশ্চিত করেন ২০১১ সালের বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা হওয়া এই ক্রিকেটার।

অবসরের আগে দেশের হয়ে ৪০টি টেস্ট, ৩০৪টি ওয়ানডে এবং ৫৮টি টি-টোয়েন্টি খেলেছেন এই অলরাউন্ডার। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার ২০১৭ সালে সর্বশেষ ভারতের হয়ে মাঠে নেমেছিলেন উইন্ডিজদের বিপক্ষে।

২০১১ সালের বিশ্বকাপে ভারতকে তাদের দ্বিতীয় শিরোপা এনে দেয়ার পেছনে বড় অবদান ছিল যুবরাজের। সেই আসরে দেশের হয়ে ১৫ উইকেট নেয়ার পাশাপাশি ৯ ম্যাচে ৩৬২ রান করেছিলেন এই অলরাউন্ডার। যে সুবাদে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন তিনি।

বিশ্বকাপের পর ক্যান্সারে আক্রান্ত হওয়ার কারণে ক্রিকেট থেকে দীর্ঘ সময় দূরে ছিলেন যুবরাজ। ক্যান্সারকে হার মানিয়ে মাঠে ফিরলেও ভারতীয় দলে জায়গাটা এরপর আর পুরোপুরি ভাবে পুনরুদ্ধার করতে পারেননি তিনি।

বেশ কয়েকবার দলে সুযোগ পেয়েও সেরা পারফরম করতে না পারায় দল থেকে বাদ পড়তে হয়ে তাকে। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারতীয় দলের সদস্য ছিলেন বাঁহাতি এই অলরাউন্ডার।

২০০০ সালে ভারতের জার্সিতে ওয়ানডে অভিষেক হয়েছিল যুবরাজের। দেশের হয়ে এরপর নানান কীর্তি গড়েছেন তিনি। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডকে ওভারে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। এছাড়া এই ফরম্যাটে ১২ বলে ফিফটি হাঁকানোর কীর্তি রয়েছে তাঁর। ২০০২ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ঐতিহাসিক জয়ের পেছনে বড় অবদান ছিল যুবরাজের।

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে প্রায় সব ফ্র্যাঞ্চাইজির হয়েই মাঠে নামার অভিজ্ঞতা রয়েছে যুবরাজের। গেল আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নামলেও আশানুরূপ পারফর্ম না করায় বাদ পড়তে হয় তাঁকে।

২০১৬ সালে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং চলতি বছর মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল শিরোপা জিতেছেন এই অলরাউন্ডার। এছাড়া এশিয়া একাদশ, বিশ্ব একাদশের হয়েও দেশকে প্রতিনিধিত্ব করেছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়