শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ১০ জুন, ২০১৯, ০৮:১৩ সকাল
আপডেট : ১০ জুন, ২০১৯, ০৮:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রখ্যাত নাট্যকার-অভিনেতা গিরিশ কারনাড আর নেই

রাশিদ রিয়াজ : বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন নাট্যকার-অভিনেতা গিরিশ কারনাড। তাঁর শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে যাওয়ায় সোমবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি পদ্মশ্রী, পদ্মভূষণ ও জ্ঞানপীঠ সম্মানে ভূষিত হয়েছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার সকালে বেঙ্গালুরুতে তাঁর জীবনাবসান হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন এই অভিনেতা। তাঁর শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে যাওয়ায় সোমবার সকাল সাড়ে ৬টায় বেঙ্গালুরুর এক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি পদ্মশ্রী, পদ্মভূষণ ও জ্ঞানপীঠ সম্মানে ভূষিত হয়েছেন। চারটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পেয়েছেন গিরিশ কারনাড।

বহু জনপ্রিয় ছবির পরিচালনা করেছেন কিংবদন্তী এই অভিনেতা। পাশাপাশি, তিনি ছিলেন কন্নড় ভাষার সাহিত্যিক। তাঁর জন্ম ১৯৩৮-এর ১৯ মে, মুম্বইয়ে। ১৯৭০ সালে সংস্কারা নামে কন্নড় ছবিতে তাঁর অভিনেতা হিসেবে অভিষেক ঘটে। মন্থন (১৯৭৬), পুকার (২০০০), ইকবাল (২০০৫), ডোর (২০০৬) ও এক থা টাইগার (২০১২)-সহ বিভিন্ন হিন্দি ছবিতে তাঁর অনবদ্য অভিনয় দর্শকদের আনন্দ দিয়েছে। টাইগার জিন্দা হ্যায় ছবিতে সলমান খানকে বিভিন্ন মিশনে পাঠাতে দেখা গিয়েছে তাঁকে। তামিল, তেলুগু ও কন্নড় ভাষার বহু ছবিতেও অভিনয় করেছেন তিনি।

তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সিনেমা জগতে। শ্রুতি হাসান টুইটে তাঁর দুঃখপ্রকাশ করেছেন। সোমবারই গিরিশ কারনাডের শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়