শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১০ জুন, ২০১৯, ০৬:০৫ সকাল
আপডেট : ১০ জুন, ২০১৯, ০৬:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্রি-ওয়াইফাই হতে পারে হ্যাকারদের পাতা ফাঁদ!

এখন শুধুমাত্র ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা অনলাইন ব্যাঙ্কিংয়ের পাসওয়ার্ড হ্যাক করেই থেমে নেই জালিয়াতরা। এখন আপনার স্মার্টফোন থেকেই প্রয়োজনীয় সব তথ্য পেয়ে যায় ব্যাঙ্ক জালিয়াতরা। কারণ, বর্তমানে আমাদের স্মার্টফোন থেকেই যাবতীয় আর্থিক লেনদেন করা হয়। তাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট-সহ বিভিন্ন পেমেন্ট মাধ্যমের সব জরুরি তথ্য, পাসওয়ার্ড সেভ করা থাকে আমাদের স্মার্টফোনেই। এই স্মার্টফোন একবার হ্যাক করতে পারলেই আপনাকে সর্বশান্ত করতে পারে হ্যাকাররা। তাই টাকা তোলার জন্য ডেবিট কার্ড বা এটিএম ব্যবহার না করলেও ব্যাঙ্ক জালিয়াতদের কবলে পড়ার আশঙ্কা কিন্তু থেকেই যায়! কারণ, আপনার মোবাইল নম্বর আপনার সবকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গেই যুক্ত করা থাকে। আর আপনার এই রেজিস্টার্ড মোবাইল নম্বরের সঙ্গে লিঙ্ক করা সব তথ্য হাতিয়ে নিতে পারে প্রতারকরা।

কিন্তু কী ভাবে আপনার স্মার্টফোন হ্যাক করবে ব্যাঙ্ক জালিয়াতরা? এমন অনেক উপায় রয়েছে, যেগুলির যে কোনও একটি কাজে লাগিয়ে অনায়াসেই যে কোনও স্মার্টফোন হ্যাক করতে পারে ব্যাঙ্ক জালিয়াতরা। ই-মেল, হোয়াটসঅ্যাপ-এ বা ফেসবুক-এ নানা আকর্ষণীয় অফারের ভুয়ো মেসেজের লিঙ্ক পাঠিয়ে আপনার স্মার্টফোন হ্যাক করার চেষ্টা করতে পারে ব্যাঙ্ক জালিয়াতরা। এ ছাড়া ফ্রি ওয়াইফাই নেটওয়ার্কের নিরাপত্তার জাল সহজেই কেটে আপনার স্মার্টফোন হ্যাক করার চেষ্টা করতে পারে হ্যাকাররা।

সাইবার সুরক্ষা বিশেষজ্ঞদের মতে, ফ্রি পার্সওয়ার্ড ওয়াইফাইয়ের ক্ষেত্রে অনেক সময় ‘অথেনটিকেশনের’ সমস্যা হয়। আর নিরাপত্তার এই ফাঁক গলেই চুরি হয়ে যেতে পারে আপনার স্মার্টফোনে সেভ করা জরুরি তথ্য। এ ছাড়াও নিকটবর্তী কোনও ‘অ্যাকসেস পয়েন্ট’ থেকে ওয়াইফাইয় নেটওয়ার্কের মাধ্যমে আপনার স্মার্টফোনে ঢুকে হ্যাকাররা রাউটারের সাহায্যে অনায়াসে চুরি করতে পারে জরুরি সব তথ্য। সাইবার সুরক্ষা বিশেষজ্ঞরা একে বলেন ‘ম্যান ইন দ্য মিডল অ্যাটাক’।

তাই সাইবার সুরক্ষা বিশেষজ্ঞদের পরামর্শ, অচেনা, পার্সওয়ার্ড ছাড়া ফ্রি-ওয়াইফাই ব্যবহার করা থেকে নিজেকে বিরত রাখুন। একান্তই যদি প্রয়োজন হয়, সে ক্ষেত্রে স্মার্টফোন বা ল্যাপটপের ‘ফাইল শেয়ারিং’ নিষ্ক্রিয় করে রাখুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়