শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১০ জুন, ২০১৯, ০৫:৫১ সকাল
আপডেট : ১০ জুন, ২০১৯, ০৫:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোদীর ফ্লাইট পাকিস্তানের আকাশপথ দিয়ে যেতে দিতে অনুরোধ ভারতের

সান্দ্রা নন্দিনী : আসন্ন কিরগিজস্তান সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বহনকারী উড়োজাহাজ চলাচলে পাকিস্তানের আকাশপথ ব্যবহার করার বিষয়ে দেশটিকে অনুরোধ জানিয়েছে ভারত। ১৩ ও ১৪ জুন কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন-এসসিও সম্মেলনে মোদীর যোগ দেওয়ার কথা রয়েছে। সোমবার ভারতের একজন উচ্চপদস্থ কর্মকর্তা এতথ্য নিশ্চিত করেন। পিটিআই
উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি ভারতীয় বিমানবাহিনী-আইএএফ পাকিস্তানের বালাকোটে দেশটির জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের প্রশিক্ষণকেন্দ্রে হামলা চালায়। এরপর থেকে ১১টির মধ্যে শুধুমাত্র দু’টি রুট চালু রেখে নিজেদের আকাশপথ ভারতের জন্য ব্যবহার সম্পূর্ণ বন্ধ করে দেয় পাকিস্তান। চালু দু’টি রুট পাকিস্তানের দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে যায়।

ভারতীয় কর্মকর্তা বলেন, ‘আমরা পাকিস্তানকে অনুরোধ জানিয়েছি, তারা যেন বন্ধ থাকা অন্তত একটি আকাশপথ দিয়ে প্রধানমন্ত্রীর উড়োজাহাজটি যেতে দেয়। কেননা, ১৩ ও ১৪ জুন প্রধানমন্ত্রীর এসসিও সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে।’

গত ২১ মে পাকিস্তানের পক্ষ থেকে এসসিও সম্মেলনে যোগ দিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে বহনকারী উড়োজাহাজটি পাকিস্তানের আকাশপথ ব্যবহার করে সরাসরি বিশকেকে যাওয়ার বিশেষ অনুমতি দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়