শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১০ জুন, ২০১৯, ০৩:৩২ রাত
আপডেট : ১০ জুন, ২০১৯, ০৩:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গেইলের আবদার প্রত্যাখ্যান করেছে আইসিসি

স্পোর্টস ডেস্ক : চলমান বিশ্বকাপে ভারতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনিকেও কিপিং গ্লাভসে ‘বলিদান’ চিহ্ন ব্যবহার না করার জন্য আদেশ দিয়েছিল আইসিসি। ব্যাটে ‘ইউনিভার্স বস’ স্টিকার লাগিয়ে খেলার জন্য আইসিসির কাছে অনুমতি চেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ ওপেনার ক্রিস গেইল। তবে সেই প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে আইসিসি।

গেইল মূলত ব্র্যান্ডিংয়ের জন্য নিজের ব্যাটে ‘ইউনিভার্স বস’ স্টিকার নিয়ে খেলতে চেয়েছিলেন। যদিও তিনি অন্যকোনো সরঞ্জামাদিতে এই স্টিকার ব্যবহার করবেন না বলেও জানিয়েছিলেন।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে একটি সূত্র নিশ্চিত করেছে, গেইল আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়েছেন এবং ব্যাটে ‘ইউনিভার্স বস’ স্টিকার ছাড়াই বিশ্বকাপে বাকি ম্যাচগুলোতে খেলবেন।

আইসিসির এক বিবৃতিতে বলা হয়, ‘আইসিসি ধোনির জন্যও কোনো ব্যক্তিগত সরঞ্জামাদিতে কোনো ব্যক্তিগত বার্তা ব্যবহারের অনুমতি দেয়নি। গেইল এটা চেয়েছিলেন, কিন্তু তার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছেন এবং সে এটা মেনে নিয়েছেন।’

সূত্রটি আরও জানিয়েছে, ইংলিশ অলরাউন্ডার মঈন আলী ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা কব্জিবন্ধনি পরার জন্য আইসিসির অনুমতি চেয়েছিলেন। তাকেও ফিরিয়ে দেয়া হয়েছে।

সূত্রের মতে, ‘কাল মঈন আলী ‘ফ্রি প্যালেস্টাইন’ কব্জিবন্ধনি পরে খেলার জন্য আইসিসির কাছে অনুরোধ করেছিলেন। যা সরাসরি রাজনৈতিক বার্তা। আমরা তখন এটার অনুমতি দেইনি। এমনকি ভালোবাসার মতো কোনো শব্দকেও অনুমতি দেয়া হবে না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়