শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১০ জুন, ২০১৯, ০১:৫২ রাত
আপডেট : ১০ জুন, ২০১৯, ০১:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির বয়োবৃদ্ধ স্ট্যান্ডিং কমিটি নড়েচড়ে না, নাক গলায় তারেক রহমান, বললেন ডা. জাফরুউল্লাহ

মঈন মোশাররফ : জাতীয় ঐক্যফ্রেন্টের সংকটের জন্য ফ্রন্টের অন্যতম নেতা ডা. জাফরুউল্লাহ চৌধুরী বিএনপিকেই দায়ী করেছেন। তিনি রোববার ডয়চে ভেলেকে বলেন, সমস্যা হচ্ছে বিএনপি’র স্ট্যান্ডিং কমিটি। তারা নড়েচড়ে না। আর তারেক নাক গলায়। ডয়চে ভেলে, ১৯.০০

তিনি আরো বলেন, সোমবার ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের বৈঠক আছে। আমরা বৈঠকে ফ্রন্টকে কর্মসূচির মাধ্যমে কার্যকর করার সিদ্ধান্ত নেবো। কার্যক্রম না থাকলে জোট থাকে না। আর এখন যে দ‚রত্ব তৈরি হয়েছে তা সোমবারের বৈঠকের মধ্য দিয়ে মিটে যাবে আশা করি। নানা সমস্যা ঐক্যফ্রন্টে আছে। এক পক্ষ প্রশ্ন করছে আমরা নির্বাচন প্রত্যাখ্যান করেছি, আবার শপথ নিলাম কেন? ভোটে যাচ্ছি কেন? আমার কথা হলো এই সরকারকে প্রত্যাখ্যান করেছি, তাহলে এই সরকারকে ট্যাক্স দেই কেন? এই সরকারের পাসপোর্ট নিই কেন? এগুলো আসলে মূল বিষয় নয়, মূল বিষয় হলো আমাদের কোনো তৎপরতা নেই। সরকার আমাদের মিটিং করতে পারমিশন দেয়না আর সেই অজুহাতে আমরাও কোনো কর্মসূচি দেই না।
তিনি জানান, আমরা সোমবার এসব নিয়ে বসবো। কিন্তু বিএনপি'র কিছু ইনহেরেন্ট সমস্যা আছে। একটা হলো অতি বয়োবৃদ্ধ স্ট্যান্ডিং কমিটি, সহজে নাড়াচড়া করতে চায় না। ওদিকে তারেক সেখানে বসে থেকে অস্থির হয়ে গেছে, নাক গলাচ্ছে। এগুলোই ফ্রন্টের সমস্যার মূল কারণ। খালেদা জিয়াকে অমানবিকভাবে কারাগারে রাখা হয়েছে। তার জামিন একটার পর একটা আটকে দেয়া হচ্ছে। আর বিএনপি তার মুক্তির জন্য মিনিমাম কাজটাও করছে না। বসে থেকে হঠাৎ টেলিভিশনে বক্তৃতা দেয়।

সম্পাদনায় : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়