শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১০ জুন, ২০১৯, ০১:৪২ রাত
আপডেট : ১০ জুন, ২০১৯, ০১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে মাছ ধরা নিষিদ্ধের প্রতিবাদে জেলেদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

নুর নাহার : বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধের প্রতিবাদে রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে মৎস্যজীবী জেলে স¤প্রদায়ের লোকজন। সময় টিভি-১৪ সংবাদ

বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধের প্রতিবাদে চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মৎস্যজীবী জেলে সম্প্রদায়ের লোকজন। তারা এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানায়।

রোববার পূর্ব ঘোষণা অনুযায়ী, ৪০টি জেলেপাড়ার নারী-পুরুষ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে ঈদ শেষে কর্মস্থলে ফেরা হাজার হাজার মানুষ যানজটে আটকা পড়ে। পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসে অবরোধ কর্মসূচি তুলে নেয় আন্দোলনকারীরা।

গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত টানা ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধের নির্দেশ দেয় সরকার। এ সময়ে জেলেদের ৪০ কেজি করে চাউল প্রদানের আশ্বাস দেওয়া হয়।

কিন্তু জেলেরা বলেন, এটা দিয়ে তারা তাদের পরিবার চালাতে পারছে না। তাই তারা এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি করছে।

জেলে নেতারা বলেন, মাছ ধরার পেশার সঙ্গে চট্টগ্রামের প্রায় ৫০ হাজার পরিবার জড়িত। অথচ আমাদের জন্য বিকল্প কোনো ব্যবস্থা রাখা হয়নি। মাছ ধরে দৈনিক যা আয় তা দিয়েই সংসার চালায় জেলেরা।
জেলেদের প্রশ্ন, প্রায় আড়াই মাস মাছ ধরা বন্ধ রাখতে হয়, তাহলে এতগুলো পরিবার চলবে কীভাবে?
বিকল্প ব্যবস্থা না করলে এবং মাছ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও এদিন জেলেরা হুঁশিয়ারি দেয়। কর্মসূচিতে স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলম, হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত প্রমুখ বক্তব্য দেন।
সীতাকুÐ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায় বলেন, জেলেরা তাদের নিজস্ব কিছু দাবিতে ঘণ্টাখানেকের মতো সড়ক অবরোধ করেছিল। আমরা তাদের বুঝিয়ে এবং দাবি দাওয়ার বিষয়ে আজকেই জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করে অবরোধ তুলে দিয়েছি। এখন যানবাহন চলাচল শুরু হয়েছে।
এর আগে একই দাবিতে চট্টগ্রাম সার্কিট হাউজে জেলেরা মানববন্ধন করে এবং গত ১ জুন সাগরে মাছ ধরার সরকারি নিষেধাজ্ঞার প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়