শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ১০ জুন, ২০১৯, ১২:৩৮ দুপুর
আপডেট : ১০ জুন, ২০১৯, ১২:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাতুয়াইলে ট্রাক হেলপারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোঃ বশির উদ্দিন, ডেমরা প্রতিনিধি : মাতুয়াইলে মো. ঈসমাইল (২২) নামে এক ট্রাক হেলপারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে । রোববার দুপুরে হাত পা বাঁধা অবস্থায় ধার্মিকপাড়া মহিউদ্দিন চন্দনের বাড়ী থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে তার গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঈসমাইলের বাড়ি কুমিল্লা বলে জানা গেছে। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে বা আত্মহত্যা করেছে এর সঠিক কোন কারণ জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রায় ২ মাস আগে ঈসমাইল ধার্মিক পাড়ার মহিউদ্দিন চন্দনের ভবনের ৫ তলার পূর্ব পাশে ছোট একটি রুম ভাড়া নেয়। ওখানে তারা ৩ জন বসবাস করতেন। ঈদের ছুটিতে বাকি দু’জন গ্রামের বাড়িতে চলে যায়। ঈসমাইল একটি মেসে খাবার খেতেন। শনিবার রাত থেকে সে খাবার খেতে যায়নি বলে রোববার দুপুরে মেসের ছোট ছেলেটি ঈসমাইলের খবর নিতে বাসায় আসে। এ সময় তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সবাইকে খবর দেয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে যাত্রাবাড়ী থানা পুলিশ মরেদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে যাত্রাবাড়ী থানার ওসি (তদন্ত) তোফায়েল আহমেদ বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহের অবস্থা অনুযায়ী প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছেলেটি আত্মহত্যা করেছে। তবে মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ ও পুলিশেরে উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সুরতহাল শেষে লাশ ময়না তদন্তের জন্য রাজধানীর হাসপাতাল মর্গেও পাঠানো হবে।

সম্পাদনা:সুতীর্থ বড়াল

  • সর্বশেষ
  • জনপ্রিয়