শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১০ জুন, ২০১৯, ১২:২৮ দুপুর
আপডেট : ১০ জুন, ২০১৯, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমাকে জোর করেই দল থেকে বাদ দেয়া হয়েছে, দাবি শেহজাদের

স্পোর্টস ডেস্ক : চলমান বিশ্বকাপে মাত্র দু’টি ম্যাচ খেলেছেন আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মেদ শেহজাদ। তারপরেই হাঁটুর ইনজুরির কারণে স্কোয়াড থেকে বাদ দেয়া হয়েছে তাকে। তবে তার দাবি তাকে জোর করেই বিশ্বকাপ দল থেকে বাদ দেয়া হয়েছে তাকে।

বিশ্বকাপ শুরু হওয়ার আগে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হাঁটুতে ব্যথা অনুভব করেন শাহজাদ। ব্যথার তীব্রতা বেড়ে যাওয়ায় ওই ম্যাচে আর ব্যাটিংই করতে পারেননি তিনি। এরপরও বিশ্বকাপে আফগানিস্তানের হয়ে দুই ম্যাচ খেলেছেন এই ক্রিকেটার। কিন্তু ভালো পারফরম্যান্স করতে পারেননি। তাই খেলার জন্য পুরোপুরি ফিট না হওয়ায় তাকে দল থেকে বাদ দেয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

তবে শাহজাদ মনে করেন খেলার জন্য সম্পূর্ণ ফিট ছিলেন তিনি। আফগানিস্তান এক সংবাদমাধ্যমকে দেয়া বক্তব্যে শাহজাদ বলেন, ‘ইনজুরি নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমি সম্পূর্ণ ফিটই আছি। কিন্তু আফগানিস্তান ক্রিকেট বোর্ড কোনো পরামর্শ না করেই আমাকে জোর করে দল থেকে বাদ দিয়ে দেয়।’

শাহজাদের বদলি হিসেবে ইকরাম আলি খিলকে দলে ডাকে দেশটির ক্রিকেট বোর্ড। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচও খেলেন এই ক্রিকেটার। কিন্তু সেই ম্যাচে দলের হয়ে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি তিনি। ২২ বল খেলে মাত্র ২ রান করেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়