শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ০৯ জুন, ২০১৯, ১১:২৯ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০১৯, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পূর্বাচলে কতটুকু জমির মালিক হলে একজন আদিবাসি প্লট পেতে পারেন : শ ম রেজাউল করিম

মৌরী সিদ্দিকা : পূর্বাচল নতুন শহর প্রকল্পের কাজ ২০২০ সালের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও এখনো ঝুলে আছে আদি বাসিন্দাদের প্লট বরাদ্দ। আদি বাসিন্দাদের ছয় হাজার প্লট বরাদ্দ হলেও রাজউকের কাছে আবেদন জমা আছে প্রায় ২ হাজার। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জানিয়েছেন জেলা প্রশাসকের অনাপত্তিপত্র পাওয়া সবাইকেই প্লট দেয়া হবে। ইনডিপেনডেন্ট ১২ : ০০

ঢাকায় মানুষের চাপ কমাতে ১৯৯৫ সালে পূর্বাচল আধুনিক শহর প্রকল্পের কাজ শুরু করে রাজউক। কুড়িল থেকে বালু নদী পাড় হলেই শুরু প‚র্বাচল নতুন শহর প্রকল্প।

কিন্তু যাদের জমি নিয়ে গড়ে উঠেছে এই বিশাল আবাসিক এলাকা তাদের অনেকেই এখনো পায়নি তাদের কাঙ্খিত প্লটটি। এনিয়ে দীর্ঘদিন রাজউকে ধর্ণা দিয়েও আদি বাসিন্দারা কোনো সুরাহা পাননি।

এলাকার এক বাসিন্দা বলেন, ‘রাস্তা বাড়ির উপর দিয়ে গেছে। তার জন্য সরে যেতে বলেছে। সরে গেলে আমাদের প্লট দেবে। এ মাসে না সামনের মাসে, এভাবেই চলছে।’

অন্য আরেকজন বলেন, ‘আমাদের আদিবাসিদের কি অবস্থা হবে !’

অনেকেই বাড়ির কাজ শুরু করলেও আদিবাসিন্দাদের বিষয়টি ঝুলে থাকার কথা স্বীকার করেছে রাজউকও। তবে বেশিরভাগ আদি বাসিন্দার সমস্যা সমাধান হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক।

পূর্বাচলের প্রকল্প পরিচালক উজ্জ্বল মল্লিক বলেন, ‘প্লট আমরা বেশিরভাগই দিয়ে দিয়েছি। তারপরেও কিছু দাবি আছে। তবে গাজীপুর অংশে প্লটের বেশ কিছু দরখাস্ত পেন্ডিং আছে যা প্রক্রিয়াধীন।

আদি বাসিন্দার সমস্যা এবছরই সমাধানের কথা জানিয়েছেন গৃহায়ন ও গণপ‚র্তমন্ত্রী। বলছেন জেলা প্রসাশকের কাছ থেকে ছাড়পত্র পাওয়া সবাইকেই প্লট বুঝিয়ে দেয়া হবে।

গৃহায়ন ও গণপ‚র্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ‘কতটুকু জায়গার মালিক হলে তিনি একটি প্লট পেতে পারেন ? এখন যদি কারও দুই কাঠা জমি থাকে উনি আদিবাসি তাকে কিন্তু একটা প্লট দেয়ার মত সুযোগ আমাদের নেই। আমরা যখনই কোনো রিজনএবল, অ্যাকসেপটেবল ডকুমেন্টস পাচ্ছি তার ভিত্তিতে আমরা ব্যবস্থা নিচ্ছি এটা চলমান প্রক্রিয়া।’

৬২২৭ একরের পূর্বাচলে ২৫ হাজার প্লট করেছে রাজউক। ইতিমধ্যে ১৫ হাজার প্লট বরাদ্দ দেয়া হয়েছে। যার মধ্যে ৬ হাজার প্লট পেয়েছে এলাকার আদিবাসিন্দারা। রাজউকের কাছে এখনো আদিবাসিন্দাদের ২ হাজারের মত আবেদন জমা রয়েছে। রাজউক জানিয়েছে এখান থেকে দুইশ থেকে তিনশ জনকেই প্লট বরাদ্দ দিতে পারবে তারা। বিষয়টি দ্রুত সুরাহার দাবি জানিয়েছে এই এলাকার আদিবাসিন্দারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়