শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৯ জুন, ২০১৯, ১১:০৮ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০১৯, ১১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রিফকেসে ‘বোমা’, পরে পাওয়া গেলো লিপস্টিক

ইসমাঈল ইমু : প্রথমে একজন, পরে আরও কয়েকজন, কিছুক্ষণের মধ্যেই লোকের ভিড় বাড়তেই থাকে। একটি ব্রিফকেসের দিকে অপলক তাকিয়ে আছেন অনেক মানুষ। নতুন একটি ব্রিফকেস। ভিড়ের মাঝ থেকে একজন বললেন, বোমা মনে হয়। মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়লো বোমাতঙ্ক। খবর দেয়া হলো পুলিশে। পুলিশ এসে পুরো এলাকা ঘিরে ফেললো। লোকজনকে সরিয়ে দিল নিরাপদ দূরত্বে।

পরে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে পরীক্ষা- নিরীক্ষার পর ব্রিফকেসের মধ্যে পাওয়া গেল তিনটি লিপস্টিক।
ঘটনাটি রোববার রাজধানীর বিজয় সরণি সংলগ্ন হোন্ডা গলির।

স্থানীয় বাসিন্দা আলাল জানান, তিনি নীল রংয়ের ব্রিফকেসটি দেখে পাশের মিষ্টির দোকানি সঞ্জয়কে জানান। পরে লোক বাড়তে থাকে। গলির মুখেই একটি ভবন ভাঙার কাজ চলছে। সেই ভবনের সামনেই রাখা ছিল ব্রিফকেসটি। পরে পুলিশ এসে ব্রিফকেসটি জব্দ করে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, এটি একটি সাধারণ ব্রিফকেস ছিল। ভেতরে কসমেটিকস পাওয়া গেছে। কে বা কারা এটি ফেলে গেছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে আতঙ্ক ছড়াতে এটা করা হতে পারে।

সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়