শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৯ জুন, ২০১৯, ১০:০৮ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০১৯, ১০:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ে এ্যাম্বুলেন্স থেকে কিশোরের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে প্রাইভেট এ্যাম্বুলেন্স থেকে হৃদয় (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করছে পুলিশ। স্থানীয়দের ধারণা ঘটনা ধামাচাপা দিতে লাশ গুম করার চেষ্টা।

রোববার ভোর রাতে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ওই কিশোরের মৃত্যু হয়। নিহত হৃদয় ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের বানিয়া মন্দিরপাড়া গ্রামের সত্যেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার চিলারং নেকড়ী হাট এলাকায় ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কে মাইক্রোবাস ও পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের হেলপার হৃদয় ঘটনাস্থলে নিহত হন। পুলিশ দূর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে গেলে মাইক্রোবাস ও পাওয়ার টিলার পরে থাকতে দেখে। এ সময় ঘটনাস্থল ও আধুনিক সদর হাসপাতালে গিয়ে কাউকে হতাহত অবস্থায় দেখা যায়নি বলে জানায়।
পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা প্রাইভেট এ্যাম্বুলেন্স গুলোতে তল্লাশি চালালে সুরভী নামে এক এ্যাম্বুলেন্স থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

ঠাকুরগাঁও সদর থানার উপ-পরিদর্শক ভূষন চন্দ্র বর্মন জানান, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে কোন হতাহতের নাম পায়নি। পরে একটি প্রাইভেট এ্যাম্বুলেন্স থেকে দূর্ঘটনায় নিহত কিশোরের লাশ পাওয়া যায়। দূর্ঘটনা ও লাশ গোপনের কারণ খুঁজতে পুলিশ কাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়