শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত : ০৯ জুন, ২০১৯, ০৯:৩৯ সকাল
আপডেট : ০৯ জুন, ২০১৯, ০৯:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাতক্ষীরা প্রেসক্লাবে হামলার বিচার হবে, বললেন জেলা প্রশাসক

আসাদুজ্জামান, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনাকে ‘নিন্দনীয় অপরাধ’ উল্লেখ করে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেছেন, সেদিনের হামলাকারীদের চিহ্নিত করে আইনে সোপর্দ করা হবে। তাদের বিচার করা হবে।

তিনি বলেন যারা শান্ত সাতক্ষীরাকে অশান্ত ও অস্থিতিশীল করতে চায় তারা রক্ষা পাবে না। ব্যক্তির আক্রোশে ও ক্ষমতার দ্ব›েদ্ব সাতক্ষীরায় অনাকাংখিত ঘটনার জন্ম হয়েছে। এভাবে সন্ত্রাসী কাজ চলতে দেওয়া যায়না মন্তব্য করে তিনি আরও বলেন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কাছে সাতক্ষীরাবাসী ভীত সন্ত্রস্ত হতে পারে না।

রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এসব কথা বলেন। গত ৩০ মে সাতক্ষীরা প্রেসক্লাবে একদল সন্ত্রাসীর সশস্ত্র হামলাকে তিনি ঘৃণ্য অপরাধ উল্লেখ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশকে নির্দেশ দেন।

সভায় জেলা প্রশাসক বলেন গত ৪ মে ছিল জেলা বাস মালিক সমিতির নির্বাচনের নির্ধারিত দিন। অথচ সেদিন নির্বাচন না করেই স্থানীয় সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি তার স্বাক্ষরযুক্ত ১৬ সদস্যের একটি ঘরগড়া কমিটি চাপিয়ে দেন। এ ধরনের কমিটি দেওয়ার এখতিয়ার তার আছে কিনা প্রশ্ন তুলে জেলা প্রশাসক বলেন, এসব কারণে আইনশৃংখলার অবনতি দেখা দিচ্ছে। তিনি বলেন, জেলায় শান্তি রক্ষার স্বার্থে প্রশাসনের উদ্যোগে অবিলম্বে সাতক্ষীরা বাস মালিক সমিতির নির্বাচনের ব্যবস্থা করা হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সভাপতি মুনসুর আহমেদ, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, এনএসআই উপপরিচালক মোজাম্মেল হক, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ আবদুল খালেক প্রমূখ। সম্পাদনা : শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ
  • জনপ্রিয়