শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ০৯ জুন, ২০১৯, ০৮:৩৩ সকাল
আপডেট : ০৯ জুন, ২০১৯, ০৮:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা: জেলেদের মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা পর প্রত্যাহার

মহসীন কবির: সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার না করায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন চট্টগ্রামের ৩৮ জেলে পল্লীর বাসিন্দারা। পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার সকাল ১০টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার বাংলাবাজার বাইপাস এলাকায় মহাসড়কে অবস্থান নিয়েছেন তারা।

বৈরি আবহাওয়া ও বৃষ্টি উপক্ষো করে নারী-শিশুসহ সড়কের ওপর অবস্থান করছেন হাজারের অধিক জেলে। এ অবস্থায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দেড় ঘণ্টা অবরোধের পর প্রত্যাহার করেছে তারা।

জেলেদের অভিযোগ, প্রতিবছর ২৩ মে থেকে ২৩ জুলাই মোট ৬৫ দিন সাগরে মাছ ধরার সরকারি নিষেধাজ্ঞা থাকে। অন্যান্য বছর এই সময়টায় ছোট কাঠের নৌকার জেলেরা মাছ ধরতে পারতো। কিন্তু এ বছর এসব ছোট ছোট নৌকার ক্ষেত্রেও সরকার কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। যার কারণে দীর্ঘ দুই মাস জীবন-জীবিকার ওপর চরম প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

গত ১ জুন সাগরে মাছ ধরার সরকারি নিষেধাজ্ঞার প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবে উত্তর চট্টলা উপকূলীয় মৎস্যজীবী জলদাস সমবায় কল্যাণ ফেডারেশন এক সংবাদ সম্মেলন করে।

সেখানে ফেডারেশনের সভাপতি লিটন জলদাস আল্টিমেটাম দিয়ে বলেন, ৭ দিনের মধ্যে এই সমস্যার সমাধান না হলে ৯ জুন থেকে মহাসড়ক অবরোধ করা হবে। তারই অংশ হিসেবে রোববার রাস্তায় অবস্থান নিয়েছেন জেলেরা।

পূর্ব ঘোষিত আল্টিমেটাম অনুযায়ী চট্টগ্রাম নগরী থেকে সীতাকুণ্ড উপজেলা পর্যন্ত ৩৮টি জেলে পল্লীর বাসিন্দারা এদিন সকাল থেকেই রাস্তার একপাশে জড়ো হন। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে সাড়ে ১০টার দিকে তারা রাস্তার দুই পাশেই অবস্থান নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়