শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ০৯ জুন, ২০১৯, ০৫:৫৪ সকাল
আপডেট : ০৯ জুন, ২০১৯, ০৫:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিহারে ভয়ঙ্কর এনসেফালাইটিস রোগের প্রাদুর্ভাব, ১৪ শিশুর মৃত্যু

মারুফুল আলম : ভারতের বিহারে ভয়ঙ্কর ভাইরাসের আক্রমণে মস্তিষ্কে ইনফেকশন বা এনসেফালাইটিস রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ রোগে আক্রান্ত হয়ে শনিবার পর্যন্ত ১৪ শিশু মারা গেছে বিহারে। একই সঙ্গে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১৫টি শিশু। -এনডিটিভি।

বিহারের মুজাফফরপুর জেলায় যারা এই রোগে মারা গেছে তাদের মধ্যে তীব্র মস্তিষ্ক প্রদাহের লক্ষণ অ্যাকিউট এনসেফালাইটিস সিন্ডম (এইএস) ছিল। চিকিৎসকদের মতে, এনসেফালাইটিস একটি ভাইরাল ইনফেকশন, যার কারণে হালকা জ্বর বা মাথাব্যথা হতে পারে।
এ ছাড়া এ রোগের লক্ষণ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও অনেক শিশু। চিকিৎসকরা বলছেন, হাসপাতালে ভর্তি শিশুদের শরীরে তীব্র মাত্রার জ্বর এবং অন্য ইনফেকশনের উপসর্গ রয়েছে।

মুজাফফরপুরের শ্রী কৃষ্ণ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের (এসকেএমসিএইচ) সুপারিনটেনডেন্ট সুনিল শাহী জানিয়েছেন, তাদের হাসপাতালে এ রোগ নিয়ে এখন পর্যন্ত ৩৮ শিশু ভর্তি হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগ রোগীরই রক্তে গ্লুকোজের অভাব রয়েছে।

হাসপাতালটির ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের (সিসিইউ) প্রধান ডা. গোপাল সানি বলেন, যখন তাপ ও আর্দ্রতা বৃদ্ধি পায়, তখন এসব শিশুর শরীরের ঘাম বাষ্পীভূত হতে পারে না। এ ছাড়া গত কয়েক দিনে আর্দ্রতার মাত্রা ছিল ৫০ শতাংশের বেশি।

গোপাল সানি জানান, এমন জটিল লক্ষণ নিয়ে আমাদের কাছে ১৫ শিশু চিকিৎসাধীন আছে। এ ছাড়া এই লক্ষণ নিয়ে প্রতিদিনই প্রায় ৮-৯ রোগী হাসপাতালে আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়