শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০৯ জুন, ২০১৯, ০৫:৩৪ সকাল
আপডেট : ০৯ জুন, ২০১৯, ০৫:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিবের প্রশংসায় মুখরিত টুইটার

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান টানা তিন বিশ্বকাপে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থেকে চলমান বিশ্বকাপে ক্রিজে নেমেই গড়েছেন রেকর্ড। তাছাড়া ব্যাট হতে প্রথম দুই ম্যাচেই করেছন ফিফটি। করেছেন টানা ৪ বিশ্বকাপের শুরুর ম্যাচে অর্ধশতক করার রেকর্ড। এছাড়া ২২ ম্যাচে ৫০ বা তার বেশী রান এবং ২ উইকেট নেয়ার রেকর্ড। আর গতকাল বিশ্বকাপে প্রথম শতক করে ফেললেন ইংল্যান্ডদের বিপক্ষেই।

দলের ব্যাটিং বিপর্যয়ের সময় ১১৯ বলে ১২১ রান করেছেন ১২ চার আর ১ ছয়ে। সবাই যখন ধুকছিল তখন একা একপ্রান্ত আগলে ধরে টেনে নিয়ে গিয়েছেন দলের ইনিংস। আর সাকিবের এই ইনিংস নিয়েই টুইটারে চলছে সাকিব বন্দনা। বাংলাদেশ ম্যাচটি হারলেও সাকিবের এই ব্যাটিং মুগ্ধ করেছে টুইটারবাসিদের।

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের কোচ ছিলেন টম মুডি। সেই দলেই খেলেছেন সাকিব। তাকে খুব কাছ থেকেই দেখেছেন তিনি। তাই বিশ্বকাপে সাকিবের অসাধারণ পারফরমেন্স নিয়ে মুডি লিখেছেন, ‘খুব ভালো খেলেছো আমার বন্ধু।’

ভারতীয় জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে লেখেন, ‘ সাকিব একজন ক্লাস ব্যাটসম্যান। সে আমার অন্যতম প্রিয় একজন ক্রিকেটার।’

ভারতীয় জনপ্রিয় স্টার স্পোর্টস লেখে, ‘ বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করছে সাকিব।’

অস্ট্রেলিয়া ক্রিকেটের অফিসিয়াল পেইজে পোস্ট করা হয়, ‘ শতক! ৯৫ বলে সেঞ্চুরি করেছেন সাকিব।’

ভারতের ক্রিকেট বিশ্লেষক মহানদাস মেনন লেখেন, ‘ বাংলাদেশের হয়ে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরির খাতায় নাম লেখালেন সাকিব। প্রথমে ছিলো মাহমুদউল্লাহ।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়