শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৯ জুন, ২০১৯, ০৪:৩৫ সকাল
আপডেট : ০৯ জুন, ২০১৯, ০৪:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে অস্ট্রেলিয়া-ভারত মহারণ আজ

এল আর বাদল : ক্রিকেট বিশ্বের দুই পরাশক্তি ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে বিশ্বকাপ মহারণ আজ। অস্ট্রেলিয়া বর্তমান চ্যাম্পিয়ন, ভারত সেমিফাইনালিস্ট। এরপর চার চারটি বছর আন্তর্জাতিক আসরগুলো তাতিয়ে রেখেছে কোহলিবাহিনী। আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে ভারতের অবস্থান দ্বিতীয়, অস্ট্রেলিয়ার পঞ্চম। বিশ্বকাপে দুই হট ফেভারিটের লড়াই দেখতে উম্মুখ ক্রিকেট বিশ্ব।

দুই দলের আন্তর্জাতিক ক্রিকেটে পরিসংখ্যান কিন্তু অস্ট্রেলিয়াকেই এগিয়ে রাখছে। শক্তির মাপকাঠিতেও এগিয়ে অজিরা। বিশ্বকাপের গত ১১ আসরে দুই দল ১১বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে অস্ট্রেলিয়া ৮বার এবং ভারত ৩ বার জিতেছে। একদিনের ক্রিকেটেও অস্ট্রেলিয়া অনেক এগিয়ে। ১৯৮০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত দুই দল ১৩৬ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে অস্ট্রেলিয়া জয় পেয়েছে ৭৭ বার আর ভারত জিতেছে ৪৯ বার। উভয় দলের মধ্যে ১০টি ম্যাচ টাই হয়েছে।

এবার ইংল্যান্ডের মাটিতে দুই দলের বিশ্বকাপে দ্বাদশ লড়াই। দ্য ওভালে বাংলাদেশ সময় ৩টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে। ভারত অধিনায়ক বিরাট কোহলি এই আসরে নিজের দলকেই সেরা বলছেন। তবে অস্ট্রেলিয়াকে এবারের বিশ্বকাপে তাদের সেরা প্রতিপক্ষ বলেও মনে করেন কোহলি।

অপরদিকে অজি অধিনায়ক অ্যারন ফিন্স বললেন, আমরা ভারত আর ইংল্যান্ড বুঝি না, প্রতিটি ম্যাচই আমাদের কাছে সেরা ম্যাচ। ভারতকে আলাদা করে দেখার কিছু নেই। ফিন্স এও বললেন, অস্ট্রেলিয়া ৫বার বিশ্ব চ্যাম্পিয়ন দল আর ভারত দু’বার। এর মানে এই নয় যে, কোহলিবাহিনী দুর্বল। আমি মনে করি রোববার তাদের বিরুদ্ধে আমাদের দুর্দান্ত লড়াই হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়