শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০৯ জুন, ২০১৯, ১২:১৯ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০১৯, ১২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে হেভিওয়েট লড়াই আজ

স্পোটস ডেস্ক : বিশ্বকাপ শুরু হয়েছে এগারো দিন হয়ে গেছে। এর মধ্যে বেশ কয়েকটি উত্তেজনাপূর্ণ লড়াই উপভোগ করেছে ক্রিকেটপ্রেমীরা। হারের বৃত্তে ঘুরপাক খাওয়া পাকিস্তান হারিয়ে দিয়েছে হটফেভারিট ইংল্যান্ডকে। বাংলাদেশের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দুই উইকেটে জিতেছে নিউজিল্যান্ড। তবে এবারের বিশ্বকাপে যাদের ফেভারিটের মর্যাদা দেওয়া হচ্ছে, এই প্রথম তেমন দুটি দল পরস্পরের মুখোমুখি হচ্ছে। ওভালে আজ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে অস্ট্রেলিয়া ও ভারত।

দু'দলই জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে। তবে গত বৃহস্পতিবার উইন্ডিজের বিপক্ষে পাওয়া ১৫ রানের  জয়ে কিছুটা হলেও এগিয়ে থাকবে অস্ট্রেলিয়া। এটি তাদের টানা দ্বিতীয় জয়। এর চেয়েও বড় ব্যাপার হলো, শেষ বলের আগে অস্ট্রেলিয়া যে হাল ছাড়ে না, সেটা গত বৃহস্পতিবার আবারও প্রমাণ হয়ে গেল। ৭৯ রানে ৫ উইকেট পতনের পরও ক্যারিবীয়দের বিপক্ষে ২৮৮ রান তুলে নিয়েছিল তারা। টপঅর্ডারের ব্যর্থতার পরও এই তিনশ' ছুঁই ছুঁই স্কোর তাদের ব্যাটিং গভীরতার জলজ্যান্ত উদাহরণ। অসাধারণ এই প্রত্যাবর্তনটা সম্ভব হয়েছে নাথান কোল্টার-নাইলের কল্যাণে। আট নম্বরে নেমে তার ৬০ বলে খেলা ৯২ রানের ইনিংসটি বিপর্যয় থেকে রক্ষা করে অসিদের। আর বিপদের মুখে স্মিথের ধৈর্যশীল ব্যাটিংও অস্ট্রেলিয়াকে ভরসা দিচ্ছে। ২০১৫ বিশ্বকাপের সেরা ক্রিকেটারের মিচেল স্টার্ক যে ফুরিয়ে যাননি সেই স্বাক্ষরও রেখেছেন ওই ম্যাচে। গত দুই বছর ধরে চোটে জর্জর স্টার্ক ক্যারিবীয়দের বিপক্ষে ৫ উইকেট তুলে নেন। এমন বাজে শুরুর পরও জয়ের স্বাদ পাওয়া দারুণ বিষয়। এমন জয় টুর্নামেন্টের রসদ জোগায়। আরও একটি কারণে আজ বাড়তি আত্মবিশ্বাস নিয়ে নামবে অস্ট্রেলিয়া। গত মার্চে স্মিথ-ওয়ার্নারকে ছাড়াই ভারতকে ভারতের মাটিতে সিরিজ হারিয়েছে তারা। ওই জয় দিয়েই আসলে অস্ট্রেলিয়ার ঘুরে দাঁড়ানো শুরু। তবে বিশ্বকাপ বলেই ভারতের বিপক্ষে ম্যাচটা মোটেও সহজ হবে না। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হেসেখেলে হারিয়েছে তারা। দুই ভারতীয় স্পিনার কুলদিপ ও চাহালের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেনি প্রোটিয়ারা। দুই স্পিনার ফর্মে ফেরায় বড় চিন্তা দূর হয়ে গেছে ভারতীয় টিম ম্যানেজমেন্টে। দারুণ বোলিং করেছেন জাসপ্রিত বুমরাহও। ডানহাতি এই পেসার এখন দারুণ ফর্মে আছেন। অনেকের মতে তিনিই এখন বিশ্বসেরা। আজ অস্ট্রেলিয়া বিপক্ষে এই তিন বোলার হতে পারেন কোহলির মূল ভরসা। ব্যাটিংয়েও স্বস্তিতে রয়েছে ভারতীয়রা। অতিরিক্ত কোহলি নির্ভরতার জন্য একটা দুর্নাম রয়েছে ভারতীয়দের।

অনেকের মতে, কোহলি আউট হয়ে গেলে মানসিকভাবে অনেকটা পিছিয়ে পড়ে তারা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোহলি দ্রুত আউট হয়ে গেলে সে চ্যালেঞ্জের সামনে পড়ে গিয়েছিল ভারত। কিন্তু রোহিত শর্মা দুর্দান্ত সেঞ্চুরি করে কোহলি নির্ভরতা থেকে দলকে বের করে এনেছেন। কোহলি আউট হওয়ার পর প্রোটিয়ারা যখন তেড়েফুঁড়ে আক্রমণ শানিয়েছিল সে কঠিন সময়ে রোহিতের সঙ্গে হাল ধরেছিলেন লোকেশ রাহুল। তাই ব্যাটিং নিয়ে এখন চিন্তা অনেকটাই কমে গেছে ভারতের। এমনিতেই অস্ট্রেলিয়াকে সামনে পেলে জ্বলে ওঠেন কোহলি। তার ওপর গত ম্যাচে রান পাননি। তাই আজ বড় ইনিংস খেলতে মরিয়া থাকবেন ভারতীয় দলপতি।

ইংল্যান্ডের মাটিতে আবহাওয়া একটা বড় ফ্যাক্টর। লন্ডনের আবহাওয়া অফিস বলছে, আজ বিকেলের দিকে কয়েক ঝাপটা বৃষ্টি আসতে পারে। তবে সেগুলো স্থায়ী হবে না। এ ছাড়া পুরো দিন ক্রিকেট উপযোগী রোদেলা আবহাওয়া থাকবে। এবারের বিশ্বকাপে টসে জিতলেই ফিল্ডিং নিচ্ছে প্রতিটি দল। কিন্তু ওভালে পরে ব্যাটিং করাটা একটু ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। এখানে অনুষ্ঠিত তিন ম্যাচের দুটিতেই পরে ব্যাট করা দল হেরেছে। তাই আজ টস খুবই ক্রুসিয়াল। শুস্ক উইকেট, ওভালের বিশাল স্কয়ার বাউন্ডারির কারণে স্পিনাররা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন এ ম্যাচে। সবকিছু ছাপিয়ে আজকের ম্যাচটা দু'জনের ব্যক্তিগত লড়াই হয়ে উঠতে পারে। আর তা হলে কোহলি-স্মিথের দ্বৈরথ ক্রিকেটপ্রেমীদের নিয়ে যাবে রোমাঞ্চের স্বপ্নিল জগতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়