শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ০৯ জুন, ২০১৯, ০৯:৪৭ সকাল
আপডেট : ০৯ জুন, ২০১৯, ০৯:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখলো নিউজিল্যান্ড

সালেহ্ বিপ্লব : হেসেখেলেই আফগানিস্তানকে হারিয়ে দিলো নিউজিল্যান্ড। এর মধ্যদিয়ে এই বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক করলো তারা। অবশ্য আফগানিস্তান খুব বড়ো রানের টার্গেট দিতে পারেনি নিউজিল্যান্ডকে, অনায়াসে ৩ উইকেটে সেই রান টপকে যায় কেন উইলিয়ামসনের দল।

টনটনের দ্য কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে টস জিতে আফগানিস্তানকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড। দারুণ শুরু করেন দুই আফগান ওপেনার হযরতউল্লাহ জাজাই ও নূর আলি জাদরান। দ্রুত রান তুলতে থাকা জাজাই ২৮ বলে ৩৪ রানে জিমি নিশামের শিকার হয়ে ফিরলে ভেঙে যায় ৬৬ রানের উদ্বোধনী জুটি।

দলীয় ৬৬ রানে আরও ২টি উইকেট হারিয়ে বড় ধাক্কা খায় আফগানিস্তান। ৬৬ রানেই ফিরে যান নূর আলি ও গুলবাদিন নাইব। হাসমতউল্লাহ শহিদি ও মোহাম্মদ নবী এই বড় ধাক্কা সামলানোর সময় দুইবার বৃষ্টির ধাক্কায় থেমে যায় ম্যাচ।

২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে বৃষ্টির বাধায় মাঠ ছাড়ে আফগানিস্তান।  কিছুক্ষণ বন্ধ থাকার পরে ম্যাচ শুরু হলেও ২২.২ ওভারে আবারও বিঘ্ন ঘটায় বৃষ্টি। তবে এবারও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। ম্যাচে ওভার কমার আগেই খেলা মাঠে গড়ায়।

তবে এবারে মাঠে ফিরে বেশিক্ষণ থাকতে পারেননি মোহাম্মদ নবী। ২৪ বলে ৯ রান করে নিশামের শিকার হয়ে ফেরেন তিনি। একই ওভারে নাজিবুল্লাহ জাদরানকেও তুলে নিয়ে ম্যাচে নিজের ৫ম উইকেট শিকার করেন নিশাম।

৭ম উইকেটে ইকরাম আলি খিলকে নিয়ে ২১ রান যোগ করেন শহিদি। যেখানে ইকরামের অবদান ২ রান। লকি ফার্গুসন ও কলিন ডি গ্রান্ডহোম আবারো জোড়া আঘাত হানেন আফগান শিবিরে। ৪ বল খেলে রানের খাতা খোলার আগেই ফার্গুসনের বলে বোল্ড হয়ে ফিরে যান রশিদ খান।

একপ্রান্তে দাঁড়িয়ে সতীর্থদের আশা যাওয়া দেখতে থাকা শহিদি তুলে নেন অর্ধশতক। ইনিংস সর্বোচ্চ ৫৯ রান করেন শহিদি।.৪১.১ ওভারে সবগুলো উইকেট হারিয়ে আফগানিস্তান সংগ্রহ করে ১৭২ রান।

নিউজিল্যান্ডের হয়ে পেসার নিশাম ৩১ রানের বিনিময়ে নিয়েছেন ৫ উইকেট। ফার্গুসন পেয়েছেন ৩টি উইকেট।

১৭৩ রানের লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনার শুরুটা তেমন ভালো হয়নি। কিন্তু রানের লক্ষ্য এতটাই কম ছিলো যে, তিন ও চার নম্বরে নেমে সহজেই জয় তুলে নেন অধিনায়ক কেন উইলিয়ামসন ও রস টেলর।  মার্টিন গাপ্তিলকে ইনিংসের প্রথম বলেই ফিরিয়ে দেন  আফতাব আলম। তার বলে নাজিবুল্লাকে ক্যাচ দিয়ে শূন্য রানে ফিরে যান গাপ্তিল। আর এক ওপেনার কলিন মুনরোকেও ২২ রান ফিরিয়ে দেন আফতাব আলম। এর পর তিন নম্বরে নামা কেন উইলিয়ামসন ৯৯ বলে ৭৯ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। ৫২ বলে ৪৮ রান করে আউট হন রস টেলর। তাকেও প্যাভেলিয়নে ফেরান আফতাব আলম। ১৩ রান করে অপরাজিত থাকেন টম লাথাম।

আফগানিস্তান : হজরতুল্লা জাজাই, নুর আলি জার্দান, রহমত শাহ, হশমতুল্লা শাহিদি, মহম্মদ নবি, গুলবাদিন নাইব (অধিনায়ক), নাজিবুল্লা জার্দান, ইক্রাম আলিখিল, রশিদ খান, আফতাব আলম, হামিদ হাসান।

নিউজিল্যান্ড : মার্টিন গাপ্তিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম লাথাম, জেমস নিশাম, কলিন ডে গ্র্যান্ডহোম, মিচেল সাঁতনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট

 

 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়