শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ০৯ জুন, ২০১৯, ০৩:১৩ রাত
আপডেট : ০৯ জুন, ২০১৯, ০৩:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম বিদেশ সফরে ভুটান গেলেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী

জাবের হোসেন : ভারতের নতুন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রথম বিদেশ সফরে শুক্রবার ভুটান গিয়েছেন। সেখানে তিনি প্রধানমন্ত্রী লোটে শেরিংসহ উর্ধ্বতন নেতাদের সঙ্গে সাক্ষাত এবং দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে আলোচনা করেন। আলোচনায় উন্নয়ন অংশীদারিত্ব ও জলবিদ্যুৎ খাতে সহযোগিতার উপর গুরুত্ব দেয়া হয়। সাউথ এশিয়ান মনিটর
দুই দিনের সফরকালে জয়শঙ্কর ভুটানের প্রধানমন্ত্রী শেরিংয়ের কাছে নরেন্দ্র মোদির শুভেচ্ছা বার্তা পৌছে দেন। ভারতীয় পররাষ্ট্র দফতরের মুখপাত্র রাভিশ কুমার বলেন যে ঘনিষ্ঠ অংশীদার দেশটির সঙ্গে গঠনমূলক আলোচনা করেছেন জয়শঙ্কর।

এর আগে জয়শঙ্কর তার ভুটানিজ প্রতিপক্ষের সঙ্গে সাক্ষাত করে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। আলোচনায় উন্নয়ন অংশীদারিত্ব ও জলবিদ্যুৎ খাতের উপর গুরুত্ব দেয়া হয়।

নয়া দিল্লির এক বিবৃতিতে বলা হয়, এই সফর একটি ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী দেশ ভুটানের সঙ্গে ভারতের সম্পর্কের গুরুত্বটি তুলে ধরে।

গত কয়েক বছরে ভুটানের সঙ্গে ভারতের সম্পর্ক বেশ জোরালো হয়েছে। ২০১৪ সালে প্রথমবার ক্ষমতা গ্রহণের পর প্রথম বিদেশ সফরে ভুটান গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্পাদন্- কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়