শিরোনাম
◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের

প্রকাশিত : ০৯ জুন, ২০১৯, ১২:২২ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০১৯, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেসন রয়কে ফেরালেন মেহেদি মিরাজ

স্পোর্টস ডেস্ক : অবশেষে ফেরাতে পারলো জেসন রয়কে। এর আগে তিনি হাঁকিয়েছেন অনবদ্য সেঞ্চুরি। বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি করেছেন ইংলিশ এ ওপেনার। মোস্তাফিজুর রহমানকে বাউন্ডারি হাঁকানোর মধ্য দিয়ে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি করেন রয়। বিদায়ের সময় তিনি ব্যক্তিগতভাবে দলের জন্য রেখে গেছেন ১৫৩ রানের নান্দনিক ইনিংস। এই রান করতে তিনি খরচ করেছেন ১২১ বল। যার মধ্যে রয়েছে ১৪টি বাউন্ডারি আর ৫টি ওভার বাউন্ডারি। শেখ খবর পাওয়া পর্যন্ত ইংল্যান্ড ৩৮ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ২৬২ রান। জো রুট বিদায় নেন ব্যক্তিগত ২১ রানে বিদায় নেন। ক্রিজে আছেন জস বাটলার (২৭) ও মরগান (৪)।

এর আগে বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত স‚চনা করে ইংল্যান্ড। ৭.৫ ওভারে দলীয় ফিফটি রান প‚র্ণ করেন দুই ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টো। প্রথম ১০ ওভারে স্কোরবোর্ডে ৬৭ রান যোগ করেন রয়-বেয়ারস্টো। ১৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ইংল্যান্ড তুলে নেয় ১০১ রান।

তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ফিল্ডিং ১৯.১ ওভারে ১২৮ রানে ভাঙে ইংলিশদের ওপেনিং জুটি। অসাধারণ ক্যাচে পরিনত হয়ে সাজঘরে ফেরেন জনি বেয়ারস্টো। মাশরাফি বিন মুর্তজার বলে ক্যাচ তুলে দেন ইংলিশ ওপেনার। শরীর হাওয়ায় ভাসিয়ে ক্যাচটি তালুবন্দি করেন মিরাজ। তার অসাধারণ ক্যাচে ১২৮ রানে ভাঙে ইংল্যান্ডের উদ্বোধনী জুটি। সাজঘরে ফেরার আগে ৫০ বলে ৬টি চারের সাহায্যে ৫১ রান করে বেয়ারস্টো।

শনিবার কার্ডিফের সোফিয়া গার্ডেনসে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

অতীত পরিসংখ্যান অনুসারে, ২০ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-ইংল্যান্ড। তার মধ্যে ১৬টিতে জয় পায় ইংলিশরা। মাত্র ৪ ম্যাচে জয় পায় টাইগাররা।

তবে বিশ্বকাপে এর আগে তিন ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-ইংল্যান্ড। তার মধ্যে ইংল্যান্ড জয় পায় দুটিতে। তবে সবশেষ সাক্ষাতে জয় পায় বাংলাদেশ। বিশ্বকাপের গত আসরে এই ইংল্যান্ডকে হারিয়েই প্রথমবার কোয়ার্টার ফাইনালে খেলে বাংলাদেশ দল।

অতীতের সেই স্মৃতি বাংলাদেশ দলকে বিশেষ অনুপ্রেরণা জোগাবে!

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল­াহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক)ও মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, জেসন রয়, জো রুট, ইয়ন মরগান, জস বাটলার, বেন স্টোকস, আদিল রশিদ, জোফরা আর্চার, লিয়াম প্লাংকেট, ক্রিস ওকস ও মার্ক উড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়