শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৮ জুন, ২০১৯, ০৯:২৬ সকাল
আপডেট : ০৮ জুন, ২০১৯, ০৯:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জার্মানিতে দিনে ৪০ শিশু যৌন নিপীড়নের শিকার হয়

সান্দ্রা নন্দিনী : জার্মানিতে শিশুদের যৌন নিপীড়ন, শারীরিক নির্যাতন ও হত্যার ঘটনা আশংকাজনক হারে বাড়ছে। শুক্রবার জার্মান ফেডারেল ক্রিমিনাল পুলিশ অফিস-বিকেএ ২০১৮ সালে সংঘটিত অপরাধের একটি পরিসংখ্যান প্রকাশ করে । পরিসংখ্যান অনুযায়ী, ২০১৮ সালে দেশটিতে অন্তত ১৩৬টি শিশু সহিংসতার শিকার হয়ে মারা গেছে। এই শিশুদের ৮০ ভাগের বয়স ৬ বছরেরও কম। এছাড়া, ওইসময় জার্মানিতে ৯৮ শিশুকে হত্যার চেষ্টা করা হয়। ডয়চে ভেলে

প্রতিবেদনমতে, ২০১৮ সালে শিশুদের যৌন নিপীড়নের মোট ১৪ হাজার ৬০০ অভিযোগ পেয়েছে পুলিশ। অর্থাৎ, প্রতিদিন গড়ে অন্তত ৪০ জন শিশুর ওপর চলেছে যৌন নিপীড়ন। ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে এমন অপরাধ ৬ দশমিক ৪৩ ভাগ বেড়েছে।

তবে পুলিশের ধারণা, ১৪ হাজার ৬শ’ অভিযোগ পেলেও অপরাধের প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি। যৌন নিপীড়কদের অনেকেই শিশুদের পরিবারের সদস্য, বন্ধু বা প্রতিবেশী হওয়ায় সব ঘটনা পুলিশের কাছ পর্যন্ত পৌঁছায় না।

জার্মানির ফেডারেল অপরাধ বিভাগের প্রধান হোলগার ম্যুনশ বলেন, ‘পুলিশ যেসব অভিযোগের কথা জানতে পেরেছে শুধু সেসবই পরিসংখ্যানে উঠে এসেছে। অনেক অপরাধই আমাদের অগোচরে থেকে যায়।’ এছাড়া, ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে শিশুদের পর্নো ভিডিও তৈরি ও প্রচারের ঘটনা ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়