শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০৮ জুন, ২০১৯, ০৮:৪১ সকাল
আপডেট : ০৮ জুন, ২০১৯, ০৮:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের ছুটিতে আড্ডায় মূখর রাজধানীর নামিদামি রেস্তোরা

এইচ এম জামাল: ঈদের ছুটিতে আড্ডায় মুখর রাজধানীর নামিদামি রেস্তোরা,টি হাউস ও কফিশপ। কোলাহল এড়িয়ে বন্ধু বান্ধব ও প্রিয়জনের সঙ্গে একান্তে সময় কাটানোর পাশাপাশি খাবারের ভিন্ন স্বাদ নিতে অনেকে ভিড় করছেন এসব রেস্তোরায়। গ্রাহকের বাড়তি চাপ থাকায় ভালো বিক্রি হচ্ছে বলে জানান রেস্তোরার কর্মীরা। এজন্য নেয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। সময় টিভি:১১টা

সময়ের সঙ্গে পাল্টেছে মানুষের রুচি ও চাহিদা। ইট পাথরের নগরীতে বিনোদনের জায়গা অপ্রতুল হওয়ায় প্রিয়জনের সঙ্গে ঈদ আড্ডায় মেতে উঠতে অভিজাত ও নামীদামী রেস্তোরাকে বেছে নিয়েছেন অনেকে। নিরিবিলি পরিবেশে ভিন্নধর্মী খাবারের স্বাদ নিতেও পরিবার পরিজন নিয়ে আসছেন অভিজাত পরিবারের লোকরা।

বন্ধুবান্ধবের সঙ্গে ঈদের আনন্দ উপভোগে তরুণ-তরুণীরাও ভিড় করছেন বিভিন্ন ব্র্যান্ডের টি হাউস ও কফি শপে। তারা বলেন,ঢাকা শহরে কোন ফাঁকা জায়গা নেই,তাই রেস্টুরেন্টে নিরিবিলি পরিবেশে বন্ধুদের সাথে আড্ডা দিতে আসছি। ঈদ উপলক্ষে গ্রাহকের বাড়তি চাপ সামাল দিতে রেস্টুরেন্টগুলো নিয়েছে বিশেষ প্রস্তুতি। ঈদ উপলক্ষে খাবারে নতুন মেন্যু যোগ করার পাশাপাশি রয়েছে বিশেষ অফারও।

রেস্টুরেন্ট ব্যবস্থাপকরা বলেন, ঈদ উপলক্ষে নতুন নতুন খাবারের ব্যবস্থা করেছি। এই সময়ে অনেক বেশি ভিড় থাকায় বিশেষ ব্যবস্থার নেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়