শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৮ জুন, ২০১৯, ০৮:১৪ সকাল
আপডেট : ০৮ জুন, ২০১৯, ০৮:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরিণাকুন্ডে নারী ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

মাহফুজুর রহমান, ঝিনাইদহ: ঝিনাইদহে হরিণাকুন্ডে দরিয়া খাতুন (৩০) নামের এক নারী ইয়াবা ব্যবসায়ীকে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে হরিণাকুন্ডু থানা পুলিশ। শুক্রবার রাতে হরিণাকুন্ডু উপজেলার হঠাৎপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। দরিয়া খাতুন হরিণাকুন্ডু উপজেলার হঠাৎপাড়ার মৃত. তোফাজ্জেল হোসেনের মেয়ে।

হরিণাকুন্ডু থানার এসআই আব্দুল জলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন হরিণাকুন্ডু উপজেলার হঠাৎপাড়ার নিজ বাড়িতে দরিয়া খাতুন ইয়াবা বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে রাতে হরিণাকুন্ডু থানার ইন্সপেক্টর (তদন্ত) এনামুল হক ও তার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। এসময় দরিয়া খাতুনকে আটক করা হয়। পরে তার বাড়ি থেকে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত দরিয়া দীর্ঘদিন ধরে পুলিশের চোঁখ ফাকি দিয়ে ইয়াবা ব্যবসা করছিল বলে গ্রামবাসী জানান। এ ব্যবসার সাথে এলাকার চিহ্নিত একটি চক্র রয়েছে বলে গ্রেফতারকৃত দরিয়া জানায়।

হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, মাদক ব্যবসার সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। মাদক সেবন এবং কেনা- বেচার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে। সম্পাদনা: সতীর্থ বড়াল

  • সর্বশেষ
  • জনপ্রিয়