শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৮ জুন, ২০১৯, ০৭:০৯ সকাল
আপডেট : ০৮ জুন, ২০১৯, ০৭:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদ শেষে ঢাকায় ফিরতে পুলিশের পরামর্শ

ইসমাঈল হুসাইন ইমু : প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে অনেকেই ছুঁটে গেছেন বাড়ি। ঈদ শেষে এবার রাজধানীতে ফেরার পালা। ইতিমধ্যে অনেকে বাড়ি থেকে ফিরতে শুরু করেছেন। আবার অনেকে ঝামেলা এড়াতে আগেই চলে এসেছেন। যারা এখনো বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হননি তাদের জন্য পুলিশ বেশকিছু পরামর্শ দিয়েছে।

পরামর্শগুলো হলো- অতিরিক্ত যাত্রী হয়ে বাস, ট্রেন ও লঞ্চে উঠবেন না। তাড়াহুড়া করে কিংবা ঝুঁকিপ‚র্ণ অবস্থায় যানবাহনে উঠবেন না। ট্রেনের ছাদে কিংবা বাসের ছাদে চড়া থেকে বিরত থাকুন। নদীপথে ফেরার সময় ছোট শিশুদের হাতছাড়া করবেন না। বাচ্চাদের নিয়ে লঞ্চের বাহিরে রেলিংয়ের পাশে দাঁড়াবেন না। ফেরার পথে রাস্তার পাশে ডাব বা পানীয় জিনিস খাওয়া থেকে সতর্কতা অবলম্বন করুন। রাস্তায় বাস বা ট্রেন বা লঞ্চ টার্মিনালে পকেটমার ও দুষ্কৃতিকারী হতে সাবধান থাকুন। অপরিচিত কারও সাথে ভাগাভাগি করে গাড়ি ভাড়া করবেন না বা গাড়িতে উঠবেন না। রাস্তায় অপরিচিত কারও কাছ থেকে কোন কিছু খাবেন না। সহযাত্রী বেশে থাকা অজ্ঞান পার্টি ও মলম পার্টির খপ্পর হতে সাবধানতা অবলম্বন করুন। মধ্য কিংবা শেষ রাতে বাসস্ট্যান্ড, লঞ্চ টার্মিনাল ও রেলস্টেশন থেকে নামলে সতর্কতার সাথে চলাচল করুন। প্রয়োজনে আপনার আশেপাশে থাকা নিকটস্থ পুলিশের সহায়তা নিন। মূল্যবান সামগ্রী, টাকা-পয়সা, মোবাইল ও হ্যান্ডব্যাগ বহনে সাবধানতা অবলম্বন করুন। ফেরার পথে বাস অথবা ট্রেনের জানালা দিয়ে হাত বাহিরে রাখবেন না। ফেরার পথে বাসের মধ্যে ঘুমিয়ে পরবেন না। যানবাহনের মধ্যে উচ্চস্বরে গান বাজনা করা থেকে বিরত থাকুন। গন্তব্যস্থলে পৌঁছানোর পর আপনার মালামাল ভালো করে বুঝে নিন। তাড়াহুড়া করলে আপনার কোন মূল্যবান জিনিস ফেলে যেতে পারেন।সম্পাদনা: সুতীর্থ বড়াল

  • সর্বশেষ
  • জনপ্রিয়