শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০৮ জুন, ২০১৯, ০৩:৩৮ রাত
আপডেট : ০৮ জুন, ২০১৯, ০৩:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের নারী সাংবাদিকের জুতার নকশা নিয়ে বিতর্ক! (ভিডিও)

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান-শ্রীলংকা ম্যাচের আগে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় উঠেছে আলোচনা-সমালোচনার ঝড়। কিন্তু কেন? জবাব পেতে হলে ভিডিওটি নিয়ে অল্পবিস্তর বর্নণা করতে হবে।

পুঙ্খানুপুঙ্খ তা দেখে বোঝা যাচ্ছে, পাকিস্তান কোচ মিকি আর্থারের সাক্ষাৎকার নিচ্ছেন দেশটির জনপ্রিয় সাংবাদিক জয়নাব আব্বাস। নীল রংয়ের জিন্সের সঙ্গে কালো জ্যাকেট পরে রয়েছেন তিনি। আর পায়ে শোভা পাচ্ছে সাদা রংয়ের জুতা।

ওই জুতার একপাশে দেখা যাচ্ছে, সবুজের মাঝে লাল রঙের চিহ্ন। যা দেখে মনে হচ্ছে সেটি বাংলাদেশের পতাকা!

এ নিয়ে সরব নেটিজেনরা। অনেকে বলছেন, বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করতে জুতায় লাল-সবুজ চিহ্ন রেখেছেন জয়নাব।

হাসিব শাহ নামের এক পাকিস্তানের নাগরিক তার এ কর্মকাÐের বিরুদ্ধে রিটুইটে বলেন, কেন বাংলাদেশের পতাকা জুতায় রাখতে হবে?

তবে কেউ কেউ এ সমালোচনার বিপক্ষে। তাদের যুক্তি, বিখ্যাত ইতালিয়ান ব্র্যান্ড গুচি লোগোর পাশাপাশি জুতায় লাল-সবুজ রং ব্যবহার করে। পাকিস্তানের বিখ্যাত সাংবাদিকের জুতাটি সেই কোম্পানিরও হতে পারে।

তবে জয়নাবের সমালোচকদের যুক্তি, গুচি ব্র্যান্ডের জুতায় তিনটি সোজা দাগ থাকে। দুই পাশে দুটি সবুজ ও মাঝখানেরটি লাল।

তবে জয়নাবের জুতায় দৃষ্টি দিলে বোঝা যায়, মাঝের লাল অংশটুকু বৃত্তের মতো। বাংলাদেশের পতাকাতেও যা রয়েছে। চারদিকটা সবুজ।

বিশ্বকাপ শুরুর দুদিন আগে বাংলাদেশের চার তারকা তামিম, সাকিব, মাহমুদউল্লাহ ও মোস্তাফিজের সঙ্গে ছবি তুলে টুইটারে পোস্ট করেন এক নারী। এ নিয়ে কৌতুহলী ছিলেন বাংলাদেশ ক্রিকেটপ্রেমীরা। সবাই জানতে উৎসুক ছিলেন, প্রিয় ক্রিকেটারদের সঙ্গে কে এ সুন্দরী?

সেই তরুণীই পাকিস্তানের বিখ্যাত ক্রীড়া সাংবাদিক জয়নাব। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) উপস্থাপকের ভ‚মিকায় দেখা গেছে তাকে। কাজ করেন টেন স্পোর্টস ও সনি ইএসপিএনে। এছাড়া পাকিস্তানের শীর্ষ পত্রিকা ‘দ্য ডন’-এ নিয়মিত কলাম লেখেন তিনি। দেশটির স্বনামধন্য গণমাধ্যম দুনিয়া নিউজের সঙ্গেও যুক্ত আছেন এ ললনা।

এর আগেও পাকিস্তানের নির্ভরযোগ্য ব্যাটসম্যান বাবর আজমের সেঞ্চুরির পর তাকে মিকি আর্থারের সন্তান বলে বিতর্কিত মন্তব্য করে নিজের দেশেই ব্যাপক সমালোচনার শিকার হন। যুগান্তর অনলাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়